আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দল ঘোষিত হয়েছে। সেই দলে সুযোগ পাননি শুভমান গিল। তিনি আবার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছিল গিলকে।

সেই গিলকেই বিশ্বকাপের দলে নেওয়া হল না। ঈশান কিষানের অন্তর্ভুক্তি নিয়েও চর্চা হচ্ছে দেশ জুড়ে। প্রায় ২ বছর জাতীয় দলে ছিলেন না ঈশান কিষান। সেই ঈশান কিষান বিশ্বকাপের দলে ডাক পেলেন ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈষান কিষান এবং হর্ষিত রানা। 

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বিশ্বকাপের জন্য বিকল্প দল তৈরি করেছেন। সেই দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, জীতেশ শর্মা, নীতীশ কুমার রেড্ডি, ক্রুণাল পাণ্ডিয়া, দীপক চহার, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও লোকেশ রাহুল। 

আকাশ চোপড়ার দলেও জায়গা হয়নি শুভমান গিলের। টি-২০ বিশ্বকাপের দল থেকে শুভমন গিলের বাদ পড়া নিয়ে চর্চা চলছে। দল নির্বাচনের পর মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে। এক, গিলের বাদ পড়া প্রসঙ্গ। দুই, ফর্মে না থাকা সূর্যকুমার যাদবের সুযোগ পাওয়া। টি-২০ তে ফর্মের ধারেকাছে নেই গিল। একই অবস্থা স্কাইয়ের। কিন্তু নেতৃত্বের জন্য রেহাই পেয়েছেন। তবে বর্তমান ফর্মের বিচারে সূর্যের সুযোগ পাওয়ারই সম্ভাবনা নেই। শেষ ২২টি টি-২০তে কোনও অর্ধশতরান নেই তাঁর। গত এক বছর মাত্র দু'বার ২৫ রানের গণ্ডি পেরোন। ভারত অধিনায়কের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া চলছে। তারই মধ্যে এক অদ্ভুত দাবি করে বসলেন বিশ্বকাপজয়ী। দুই মহাতারকার এই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন রবিন উথাপ্পা। তিনি মনে করেন, সূর্যের খারাপ ফর্মের জন্যই বাদ পড়তে হয়েছে গিলকে।