মকর রাশিতে মঙ্গলের গোচর! কোন ৪ রাশির জীবনে সৌভাগ্যের জোয়ার
নিজস্ব সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৮ : ৫০
শেয়ার করুন
1
4
২০২৬ সালের ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ শনি-শাসিত মকর রাশিতে প্রবেশ করবে। এই গোচরের প্রভাব পড়বে সমস্ত ১২টি রাশির উপর। সাহস, শক্তি ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল শুক্রবার ভোর ৪টে ৩৬ মিনিটে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। বর্তমানে মঙ্গল বৃহস্পতি-শাসিত ধনু রাশিতে অবস্থান করছে। মকর রাশিতে মঙ্গলের প্রবেশে বিশেষভাবে উপকৃত হবেন চারটি রাশির জাতক-জাতিকারা। জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি এবং কী কী লাভ মিলতে পারে।
2
4
মকর রাশিতে মঙ্গলের গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মজীবনের ওঠানামা কমবে এবং সম্মান বৃদ্ধি পাবে। কাজে সাফল্য মিলবে। প্রেমজীবনে বোঝাপড়া বাড়বে এবং শারীরিক সমস্যাও কমতে পারে।
3
4
এই গোচর কর্কট রাশির জাতকদের জীবনে ইতিবাচকতা আনতে পারে। কেরিয়ারে অগ্রগতির একাধিক সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বজায় থাকবে এবং দীর্ঘদিনের আর্থিক সংকট কাটতে পারে। যশ-সম্মান ও ঐশ্বর্য বাড়বে। পরিবার থেকেও পূর্ণ সমর্থন মিলবে।
4
4
শনির রাশিতে মঙ্গলের প্রবেশ বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ সময়ের সূচনা করতে পারে। ভাল কোনও খবর পেতে পারেন। জীবনে বড় পরিবর্তন আসতে পারে। প্রেমজীবনে ইতিবাচক অগ্রগতি হবে। বিদেশ ভ্রমণের সুযোগ মিলতে পারে। জীবনে কোনও বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। পুরনো কোনও ইচ্ছাপূরণ হতে পারে।