বক্স অফিসে বাজিমাৎ না করলেও, কনটেন্ট-কোয়ালিটির দিক থেকে ২০২৫ বলিউড বেশ কিছু শক্তিশালী ছবি উপহার দিয়েছে। বছরের বড় বাজেটের ব্লকবাস্টারের ভিড়ে এই ছবিগুলো অনেকটাই আড়ালে থেকে গেছে, কিন্তু সিনেমাপ্রেমীদের কাছে রেখে গেছে গভীর ছাপ। চলুন দেখে নেওয়া যাক সেই সাতটি ‘আন্ডাররেটেড’ কিন্তু উল্লেখযোগ্য বলিউড ছবি।
2
7
ক্রেজকি: বছরের সবচেয়ে সাহসী এক্সপেরিমেন্টাল ছবিগুলোর মধ্যে অন্যতম ‘ক্রেজকি’। এক গাড়ির ভেতরে আবদ্ধ এক মানুষের উত্তেজনাপূর্ণ থ্রিলার তৈরি করে চমকে দিয়েছেন সোহম শাহ। ছবির শেষ ভাগ নিয়ে মতভেদ থাকলেও, এই সাহসী প্রচেষ্টা দেখিয়েছে বলিউডে এখনও ঝুঁকি নিতে রাজি ছবি নির্মাতারা রয়েছেন।
3
7
হোমবাউন্ড: শোরগোলের দুনিয়ায় ‘হোমবাউন্ড’ যেন নিঃশব্দ আবেগের রেশ। বাড়ি, সম্পর্ক ও স্মৃতির ভেতর ডুবে থাকা এই ছবি নরম, সংবেদনশীল গল্প বলার শক্তি আবারও মনে করিয়ে দিয়েছে। এতে নেই অপ্রয়োজনীয় নাটকীয়তা, আছে মানুষের ভেতরের নিঃশব্দ কষ্ট আর সৌন্দর্য।
4
7
দ্য ডিপ্লোম্যাট: জন আব্রাহাম ও সাদিয়া খাতিব অভিনীত এই রাজনৈতিক থ্রিলার নিঃসন্দেহে বছরের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ছবিগুলোর একটি। ভারত-পাকিস্তান সম্পর্কের সূক্ষ্মতা, কূটনৈতিক টানাপড়েন এবং ব্যক্তিগত আবেগের সংঘর্ষ, সব মিলিয়ে ছবিটি তৈরি করেছে টানটান উত্তেজনার আবহ। তবু মূলধারার দর্শক এই ছবি যথেষ্ট দেখেননি।
5
7
দেবা: শাহিদ কাপুরের অভিনয়ে ‘দেবা’ মানসিক টানাপড়েন, স্মৃতিভ্রংশ ও অপরাধ তদন্তের এক গভীর জটিলতা তুলে ধরে। টানটান আবহ, স্তরবহুল চরিত্র ও শক্তিশালী সাউন্ডট্র্যাক ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। বক্স অফিসে খুব বেশি ঝড় তুলতে না পারলেও, কনটেন্টের দিক থেকে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।
6
7
ধড়ক ২: পরিচিত নাম হলেও, এইবার গল্প একেবারেই অন্য পথে। সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরিকে নিয়ে তৈরি এই সিনেমা প্রেম নয়, বলছে সমাজব্যবস্থার নির্মম সত্য, বর্ণবৈষম্য ও আত্মপরিচয়ের জন্য এক সংগ্রামের গল্প। ছবি বক্স অফিস সাফল্য মোটামুটি হলেও, আবেগের গভীরতার ক্ষেত্রে ছবিটি কিন্তু নিঃসন্দেহে প্রভাব ফেলেছে।
7
7
স্টোলেন: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের পর ২০২৫-এ মুক্তি পাওয়া ‘স্টোলেন’ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হওয়া এক তীব্র, অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় ছবি। এক অপহৃত শিশুকে খুঁজতে গিয়ে দুই ভাইয়ের জীবন কিভাবে উল্টে যায়, তারই নির্মম প্রতিচ্ছবি দেখা যায় ছবিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভম বর্ধনের অভিনয় আলাদা করে উল্লেখযোগ্য।