আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ক্যানবেরায় পৌঁছেছে ভারতীয় দল। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবেন রোহিত, বিরাটরা। তার আগে শুক্রবার অনুশীলনে নেমে পড়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ক্যানবেরায় পৌঁছনোর পর এদিনই ছিল ভারতীয় দলের প্রথম প্র্যাকটিস সেশন। এদিন নেটে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভমন গিল। তাঁকে দেখে মনে হয়নি আঙুলের চোট সারিয়ে ফিরছেন। যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সঙ্গেই ব্যাট করেন। শুক্রবার নেটে প্রসিদ্ধ কৃষ্ণ, যশ দয়াল, আকাশ দীপের বলের বিরুদ্ধে ব্যাট করেন তারকা ক্রিকেটার। গিলের অনুপস্থিতিতে তিন নম্বরে নামানো হয়েছিল দেবদত্ত পাড়িক্কেলকে। কিন্তু ব্যর্থ হন। তবে শুভমন খেললেও, কোন পজিশনে ব্যাট করতে নামবেন, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও এই নিয়ে ভাবছেন না। আঙুলের চোট সারিয়ে অ্যাডিলেড টেস্টে ফেরার বিষয়ে আশাবাদী গিল। 

প্র্যাকটিসের পর বিসিসিআইয়ের একটি ভিডিওতে শুভমন বলেন, 'যেকোনও বল ব্যাটের মাঝে লাগলে, দারুণ অনুভূতি হয়। এই অনুভূতির জন্যই আমি খেলি। আজ আমার প্রথম দিন ছিল। আমি চোটের অবস্থা বোঝার চেষ্টা করছিলাম। দেখছিলাম ব্যথা লাগছে কিনা, বা চোটের জায়গা ফুলে উঠছে কিনা। তবে সব ঠিকঠাকই ছিল। এতটা আমরাও আশা করিনি।' শুভমন ছাড়া বাকি ভারতীয় ব্যাটাররাও নেটে ব্যাট করে। বৃষ্টির মধ্যে অনুশীলন চালিয়ে যান রোহিত শর্মা। রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর এদিন প্রথম পুরো দলের সঙ্গে প্র্যাকটিস করেন ভারত অধিনায়ক। যদিও ক্যাঙ্গারুদের দেশে পৌঁছনোর পরের দিন একাই নেটে দেখা যায় রোহিতকে।

শুক্রবার মানুকা ওভালে সবার আগে নেটে ব্যাট করতে নামেন রোহিত। তারপর নামেন যশস্বী জয়েসওয়াল এবং বিরাট কোহলি। এর থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিন নেটে বল করেনি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। দলের বাকিরা মূল মাঠে ওয়ার্ম আপ করার পর টাচ ফুটবল খেলে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার প্রভাব পড়তে পারে প্র্যাকটিস ম্যাচে। এদিন একটানা ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই প্র্যাকটিস চালিয়ে যায় ভারতীয় দল। রোহিত এবং শুভমন, দু'জনেই নেটে ব্যাট করায় ব্যাটিং পজিশন সাজাতে হিমশিম খাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।