আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে তিলক ভার্মা খেলবেন কিনা, এখনও স্থির নয়। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, তিলক ভার্মা নিজেকে বড় ম্যাচের প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকে তিলকের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। খুব সামনে থেকে সেই উন্নতি লক্ষ্য করেছেন হিটম্যান। অভিষেক মরশুমে ৩৯৭ রান করেন তিলক। এর মধ্যে রয়েছে ৩৩ বলে ৬১ রানও। 

জাতীয় দলের হয়ে তিলক ভার্মা ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিলক পরিণত হয়ে উঠেছেন। প্রয়োজনের সময়ে দায়িত্ব নেন তিলক ভার্মা। এটাও মুগ্ধ করেছে রোহিতকে। 

হিটম্যান বলেন, ''তিলক ভার্মা প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে আসার পরই বুঝেছিলাম, ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে। যেটা আমাকে  আকর্ষণ করেছিল, তা হল, নাগাড়ে আলোচনা করে চলে।'' 

রোহিত আরও বলেন, ''আমার সঙ্গে যতবারই কথা হয়েছে তিলক ভার্মার, ততবারই বলেছে, আমি চেষ্টা করব। আমাকে দয়া করে ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠান। ২০২২ ও ২০২৩ মরশুমের কথা আমি বলছি। সেই সময়ে আমি মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলাম।'' 

এশিয়া কাপ ফাইনালে তিলক ভার্মার ম্যাচে জেতানো পারফরম্যান্সের আলাদা করে প্রশংসা করেছেন রোহিত। তিলক ভার্মা আসল সময়ে হাল ধরেন। ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। তার মধ্যে রয়েছে তিনটি চার ও চারটি ছক্কা। ভারত পাঁচ উইকেটে ম্যাচ জেতে। রোহিত বলছেন, ''ওর মানসিকতা এবং মেজাজ সুপার্ব। ক্রিকেট নিয়ে পাগল। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছিল। চাপ ছিল। অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছিল। স্টেডিয়াম জীবন্ত হয়ে উঠেছিল। তার উপরে ছিল ফাইনাল ম্যাচ।'' 

তবে তিলক ভার্মা এখনও তাঁর কেরিয়ারের শুরুর দিকেই রয়েছেন। অনেক পথচলা বাকি তাঁর। রোহিত বলছেন, ''এখনও কেরিয়ারের শুরুর দিকেই রয়েছে তিলক। কিন্তু তিলক ভার্মা প্রমাণ করেছে ও বড় ম্যাচ প্লেয়ার। দল যখনই বিপদে পড়েছে, তখনই তিলক দলকে উদ্ধার করেছে।''  

বিশ্বকাপে তিলক খেলেন কিনা সময় বলবে।