আজকাল ওয়েবডেস্ক: ২০২০–২১ মরশুমে গাব্বায় ঐতিহাসিক টেস্ট জিতেছিল ভারত। ঋষভ পন্থ দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। পারিবারিক কারণে অধিনায়ক বিরাট কোহলি সেই টেস্টে খেলতে পারেননি। ৩২ বছর পর কোনও সফরকারী দল গাব্বায় টেস্ট জিতেছিল। গাব্বায় ৩১ টেস্ট পর হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
গাব্বায় সেবার সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারত একাধিক ক্রিকেটারকে পায়নি। তবুও টেস্ট জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। আর সেটাই ছিল অস্ট্রেলিয়ায় ভারতের টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়।
ওই টেস্টের স্মৃতি রোমন্থন করেছেন রোহিত শর্মা। বারবার করে ঋষভ পন্থের দুরন্ত ইনিংসের কথা বলেছেন। সেবার ব্রিসবেন টেস্টের আগে তৎকালীন অজি অধিনায়ক ভারতীয় দল নিয়ে অনেক মন্তব্য করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটাররা পছন্দ করেননি। জেদ চেপে গিয়েছিল ক্রিকেটারদের মধ্যে।
সেই টেস্টের স্মৃতি রোমন্থনে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছেন, ‘২০২১ সালে গাব্বায় টেস্ট জয় ছিল অসাধারণ মুহূর্ত। ঋষভ একটা অসাধারণ ইনিংস খেলেছিল। কেউ ভাবতে পারেনি যে আমরা জিতব। ওই ম্যাচে একাধিক ক্রিকেটার আমাদের খেলতে পারেনি চোট বা অন্য কোনও কারণে। অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন বেশ কিছু কথা বলেছিল। কিন্তু কী বলেছিল তা এখন আর মনে নেই। ওই ম্যাচে আমাদের দলে তিন জনের অভিষেক হয়েছিল। আর গাব্বায় অস্ট্রেলিয়া তো অপরাজিত ছিল। আমরাই ৩২ বছর পর সফরকারী দল হিসেবে গাব্বায় জিতেছিলাম।’
দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন রোহিত। হিটম্যান বলেছেন, ‘আমরা জিততে মরিয়া ছিলাম। টেস্ট ক্রিকেট সহজ নয়। পাঁচ দিন ধরে চলে। আর পাঁচ দিনই মানসিকভাবে খেলার মধ্যে থাকতে হয়।’
প্রসঙ্গত, সিডনি টেস্টের সময় তৎকালীন অজি অধিনায়ক টিম পাইন বলেছিলেন, ‘গাব্বায় দেখা হবে।’ স্টাম্প মাইক্রোফোনে সেই কথা শোনা গিয়েছিল। এই কথাই চাগিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। বাকিটা ইতিহাস।
এদিকে, ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ অ্যাশেজ টেস্টে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। কামিন্স খেলবেন না সিডনি টেস্টেও।
লায়নের ডান হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার প্রয়োজন, যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। শুক্রবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা এই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট ও বিশ্রামের কারণে দল থেকে বাদ পড়া কামিন্স ও লায়নের বদলে কভার হিসেবে রাখা হয়েছে পেসার ঝাই রিচার্ডসন এবং স্পিনার টড মারফিকে।
