আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার রোহিত শর্মা। তবে টিম ইন্ডিয়ার সুপারস্টার হওয়ার পাশাপাশি তিনি যে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় মুখের একজন তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
নেটফ্লিক্সের নতুন একটি প্রোমো ভিডিওতে ধরা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে।
বিখ্যাত ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর বহু প্রতীক্ষিত ভলিউম-টু প্রকাশিত হওয়ার আগে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
এই প্রোমো শো-এর বিজ্ঞাপনে রোহিতকে দেখা যায় চেনা ‘অধিনায়ক’ অবতারে। ভিডিওতে তাঁকে দেখা যায় পুরোপুরি ‘কোচ মোড’-এ।
দলের সদস্যদের সামনে তিনি ভিডিওতে যেভাবে ভাষণ দেন, তা শুরুতে একেবারেই ম্যাচের আগের ড্রেসিংরুমের দৃশ্য বলে মনে হয়।
তবে খুব দ্রুতই সেই আবহ বদলে যায়, আর ক্রিকেটের সঙ্গে জনপ্রিয় সাই-ফাই সিরিজের এক মজাদার ক্রসওভার দর্শকদের চমকে দিয়েছে। প্রোমোর শুরুটা ছিল হালকা মেজাজে।
খেলোয়াড়দের দেখা যায় ‘কই সেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে নাচতে। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার সফরে শ্রেয়স আইয়ার ও শার্দুল ঠাকুরের সঙ্গে রোহিত শর্মা এই গানে নেচেছিলেন।
সেই ভিডিও ভাইরাল হয়েছিল। হঠাৎই ড্রেসিংরুমে প্রবেশ করেন রোহিত। অধিনায়কের ছলে প্রশ্ন করেন, ‘বাগানে ঘুরতে এসেছো?’
গম্ভীর মুখে রোহিত বলেন, ‘বয়েজ, ফিনালে আসছে। শুধু তোমাদের কেরিয়ার নয়, পুরো জীবনটাই ওলটপালট হয়ে যেতে পারে।’ মুহূর্তের জন্য মনে হয়, কোনও বড় ক্রিকেট ম্যাচের কথাই বলছেন হিটম্যান।
তিনি এক ক্রিকেটারকে হেলমেট খুলতে বাধা দেন। সতর্ক করেন, ‘এই হেলমেটও তোমাদের বাঁচাতে পারবে না। প্রতিপক্ষ এমন মাইন্ড গেম খেলতে পারে, যা তোমরা কল্পনাও করতে পারো না।’
তখন দেখা যায় এক খেলোয়াড় ফিসফিস করে বলছেন, ‘এই জন্যই তো উনি অনেক দিন ডাবল সেঞ্চুরি করেননি।’ রোহিত সঙ্গে সঙ্গে সেটা শুনে ফেলেন।
দোষীকে চিহ্নিত করে ঠাট্টার ছলে ভয় ধরানো জবাব দেন। বলেন, ‘দেখো, আমি ডাবল সেঞ্চুরি করেছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ যেকোনও দিক থেকে আক্রমণ করতে পারে। মাঠের ভেতর দিয়ে, দেওয়াল ভেঙে, এমনকি ছাদ ভেঙেও।’ ঠিক সেই সময়ই ড্রেসিংরুমের আলো স্ট্রেঞ্জার থিংসের আদলে জ্বলতে নিভতে শুরু করে।
এরপর পুরোপুরি ‘স্ট্রেঞ্জার থিংস’-এর জগতে ঢুকে পড়ে প্রোমোটি। একটি কিট ব্যাগ প্রকাশ্যে এনে রোহিত জানান, ‘কিটটি নিজের হাতে বানিয়েছে স্টিভ।’ এ
ক তরুণ খেলোয়াড় উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, ‘স্টিভ স্মিথ?’ সঙ্গে সঙ্গে রোহিত সংশোধন করেন, ‘না, স্মিথ নয়—হ্যারিংটন।’ জনপ্রিয় চরিত্র স্টিভ হ্যারিংটনের নাম উঠতে মজা পেয়েছেন দর্শকরাও।
কিট বক্স খোলার পর দেখা যায়, পোশাকগুলো দেখতে অনেকটাই সিরিজের চরিত্রদের মতো। রোহিত সতর্ক করেন, ‘প্রতিপক্ষের অধিনায়ককে দেখলে হৃদস্পন্দন বাড়বে না, বরং ঘাড়ে ব্যথা শুরু হবে।’
শেষমেশ রহস্যের পর্দা ওঠে যখন এক খেলোয়াড় প্রশ্ন করেন, ‘কিন্তু রোহিত ভাই, প্রতিপক্ষ কে?’ রোহিত জবাব দেন, ‘ভেকনা’। তখনই স্পষ্ট হয়ে যায়, এই ‘ফিনালে’ আসলে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের লড়াই।
শেষে উইল বায়ার্সের আদলে নাক মুছতেও দেখা যায় রোহিত শর্মাকে। যা দর্শকদের মন কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সকলেই রোহিতের অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।
অনেকেই বলছেন, ক্রিকেট থেকে অবসরের পর বলিউডেও সহজেই জায়গা করে নিতে পারবেন তিনি। ৩৮ বছর বয়সী রোহিত শর্মা বর্তমানে শুধু একদিনের ম্যাচেই মন দিয়েছেন।
ছ’মাসের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে গত ছ’টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৮ রান, একটি শতরান ও তিনটি অর্ধশতরানসহ। নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
