আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিজয় হাজারে ট্রফি। রোহিত, বিরাট তো বটেই ঋষভ পন্থ, অভিষেক শর্মা, অর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের তারকাদের খেলতে দেখা যাবে। ফলে ঘরোয়া এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ বেড়েছে।
বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে অন্তত দুটি করে ম্যাচ খেলতেই হবে তারকা ক্রিকেটারদের। আর তাই রোহিত, বিরাটরা খেলছেন। তাছাড়া ১১ জানুয়ারি থেকে টিম ইন্ডিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কিউয়িদের বিরুদ্ধে। তাই ম্যাচ অনুশীলনও হয়ে যাবে রো–কো জুটির। এটা ঘটনা, ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাটকে। রোহিতও দীর্ঘদিন পর খেলবেন এই টুর্নামেন্ট।
রোহিত যেমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের হয়ে প্রথম দুটি ম্যাচ তিনি খেলবেন। ২৪ ও ২৬ ডিসেম্বর জয়পুরে মুম্বইয়ের প্রতিপক্ষ সিকিম ও উত্তরাখণ্ড। ওই দুটি ম্যাচ খেলবেন হিটম্যান। তবে বিরাট এখনও জানাননি কোন দুটি বা তিনটি ম্যাচ তিনি খেলবেন। মুম্বইয়ে কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে অনুশীলন করছেন তিনি।
দিল্লির খেলা অবশ্য বেঙ্গালুরুতে। অন্ধ্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ঋষভ পন্থদের। সেই ম্যাচ বিরাট খেলবেন কিনা এখনও জানা যায়নি। কারণ বিরাট কোন ম্যাচগুলি খেলবেন তা এখনও জানাননি।
সোমবার রাতেই বেঙ্গালুরু চলে এসেছেন বিরাট। আর এরপরেই জল্পনা বেড়েছে যে কিং কোহলি হয়ত অন্তত দুটি ম্যাচে খেলবেন।
এদিকে, গিল ও পন্থও খেলবেন। দিল্লির অধিনায়ক হয়েছেন তিনি। আর পাঞ্জাবের হয়ে খেলবেন অভিষেক শর্মা, অর্শদীপ সিংরা। অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি পাঞ্জাব।
এদিকে, ২০২০–২১ মরশুমে গাব্বায় ঐতিহাসিক টেস্ট জিতেছিল ভারত। ঋষভ পন্থ দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। পারিবারিক কারণে অধিনায়ক বিরাট কোহলি সেই টেস্টে খেলতে পারেননি। ৩২ বছর পর কোনও সফরকারী দল গাব্বায় টেস্ট জিতেছিল। গাব্বায় ৩১ টেস্ট পর হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
গাব্বায় সেবার সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারত একাধিক ক্রিকেটারকে পায়নি। তবুও টেস্ট জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। আর সেটাই ছিল অস্ট্রেলিয়ায় ভারতের টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়।
ওই টেস্টের স্মৃতি রোমন্থন করেছেন রোহিত শর্মা। বারবার করে ঋষভ পন্থের দুরন্ত ইনিংসের কথা বলেছেন। সেবার ব্রিসবেন টেস্টের আগে তৎকালীন অজি অধিনায়ক ভারতীয় দল নিয়ে অনেক মন্তব্য করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটাররা পছন্দ করেননি। জেদ চেপে গিয়েছিল ক্রিকেটারদের মধ্যে।
