আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জেতার পর স্ত্রী এবং কন্যাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন রোহিত শর্মা। সেখান থেকে লন্ডনে উইম্বলডনেও দেখা যায় তাঁকে। একটানা ক্রিকেটের পর লম্বা ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে মুম্বই ফিরলেন তিনি। মুম্বই বিমানবন্দরে ভারত অধিনায়ককে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অগুনতি সমর্থক। রোহিতকে স্বাগত জানান তাঁরা। ভারত অধিনায়কও ভক্তদের উদ্দেশে হাত নাড়েন।


?ref_src=twsrc%5Etfw">July 25, 2024









নিরাপত্তার বাধা টপকে এক ভক্তকে বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে সেলফির আব্দার করতে দেখা যায়। রোহিতের সঙ্গে স্ত্রী রিতিকা এবং তাঁদের কন্যা সামাইরাও ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রোহিতের ছুটি কাটানোর ছবি, উইম্বলডনের জন্য লন্ডন সফরের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে ব্যাপক ভাবে ভাইরাল হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের পর  আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত।















এবার ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে খেলবেন তিনি। শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে ফের অধিনায়ক হিসেবে নামবেন। জানা গিয়েছে, এখন থেকে রোহিত এবং কোহলিকে 50-ওভারের ফর্ম্যাট এবং টেস্ট ফর্ম্যাটে ফোকাস করতে বলা হয়েছে। এখন থেকেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারতীয় দল। সে কারণেই শ্রীলঙ্কা সফর থেকে সেট টিম গোছানোর কাজ শুরু করে দেবেন গম্ভীর এবং রোহিত।