আজকাল ওয়েবডেস্ক:‌ সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ছন্দে ছিলেন না একেবারেই। দলের ভাল’‌র জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন রোহিত শর্মা। মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছেন রোহিত সম্প্রতি। বলেছেন, ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর ও মুখ্য নির্বাচক অজিত আগরকারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রোহিতের কথায়, এই সিদ্ধান্ত শোনার পর গম্ভীর ও আগরকারের পরস্পরবিরোধী মত ছিল। 
রোহিত চেয়েছিলেন সিডনিতে খেলুন শুভমান গিল। রোহিতের কথায়, ‘‌সিডনিতে শেষ টেস্টে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। রান পাচ্ছিলাম না। দলের সব ক্রিকেটাররা যেখানে লড়াই করছিল, সেখানে অফ ফর্মে থাকায় নিজেকে আর রাখতে চাইনি। আমরা চেয়েছিলাম সিডনিতে গিল খেলুক। ভাল ক্রিকেটার। আগের টেস্টটা খেলতে পারেনি।’‌


এরপরই রোহিতের সংযোজন, ‘‌যখন রান পাচ্ছিনা, তখন এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তবে এই বিষয়গুলো পাঁচ কিংবা দশ দিন পরেও বদলে যেতে পারত। কোচ ও প্রধান নির্বাচকের সঙ্গে তাই কথা বলেছিলাম। কেউ আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কেউ হয়ত পারেনি। এই নিয়ে একটা বিতর্ক ছিল। আমি দলকে আগে রাখতে চেয়েছিলাম। আর সেকারণেই এই সিদ্ধান্ত। কখনও এটা সঠিক মনে হয়। কখনও হয়ত নয়।’‌


রোহিতের কথায় অধিনায়ক হলেও ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন তিনি। বলেছেন, ‘‌তুমি যে সিদ্ধান্তই নাও। তা যে সাফল্য এনে দেবে এমন কোনও নিশ্চয়তা নেই। যেদিন থেকে জাতীয় দলের অধিনায়ক হয়েছি, নিজের ধারনা বাকিদের সামনে তুলে ধরেছি। বুঝিয়েছি দল আগে। নিজের রান নিয়ে কখনও ভাবিনি। ক্রিকেট একটা দলগত খেলা।’‌