আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ০-১ এ পিছিয়ে। প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হার। বুধবার হারলেই সিরিজ হার। কোচ হিসেবে একদিনের সিরিজে অভিষেকেই হারতে হবে গৌতম গম্ভীরকে। সেটা রোখার চেষ্টায় নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১৯৯৭ সালের পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। ২৭ বছর পর লজ্জার হারের সামনে ভারতীয় দল। হার বাঁচাতে দলে বেশ কয়েকটা রদবদল হতে পারে। প্রেমদাসা স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ হলেও, অন্য পিচে খেলা হবে। যা ব্যাটারদের জন্য স্বস্তির খবর। প্রথম দুই ম্যাচে স্পিনের সামনে আত্মসমর্পণ করে ভারত। কিন্তু তৃতীয় ম্যাচের পিচ পুরোপুরি স্পিন সহায়ক নাও হতে পারে। প্রথম ম্যাচে ভারতের মিডল অর্ডার ডোবায়। দ্বিতীয় ম্যাচে বোলাররা। ইনিংসের শেষদিকে বোলিং হতাশ করছে। তাই বুধবারের ম্যাচে দলে বেশ কয়েকটা পরিবর্তন আশা করা যাচ্ছে। 

প্রথম দুই ম্যাচে রান পাননি শিবম দুবে। তাঁকে বোলিংয়েও খুব বেশি ব্যবহার করা হচ্ছে না। তাঁকে বসানো হতে পারে। দলে সুযোগ পেতে পারেন রিয়ান পরাগ। ফিরতে পারেন ঋষভ পন্থও। অনুশীলনে তাঁর দিকে বাড়তি নজর দেওয়া হয়। দেশের জার্সিতে প্রত্যাবর্তনে টি-২০ বিশ্বকাপে দারুণ খেলেছিলেন উইকেটকিপার ব্যাটার। দুবেকে বাদ দেওয়া হলে মিডল অর্ডারে একজন বাঁ হাতিকে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এই জায়গায় এগিয়ে ঋষভ। তৃতীয় একদিনের ম্যাচে তাঁকে দলে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। আরও একটি সমস্যা ইনিংসের শেষদিকে বোলিং নিয়ে। মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং দাগ কাটতে পারছেন না। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ দুই ভারতীয় পেসার। নতুন বলেও উইকেট নেই। তাই এদিন অভিষেক হতে পারে হর্ষিত রানার। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের মেন্টরশিপে খেলেছেন তিনি। শেষদিকে স্নায়ুর চাপ ধরে রাখার ক্ষমতা আছে কেকেআরের পেসারের। তাই আজ হর্ষিতের খেলার সম্ভাবনা প্রবল। দলে যাই পরিবর্তন হোক না কেন, সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিতরা।