আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হতে পারেন ঋষভ পন্থ। ক্যাপ্টেন কুল সরে গেলে, পন্থ একাই চেন্নাই সুপার কিংসকে সামনের দিকে টেনে নিয়ে যেতে পারেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল এমনটাই মনে করেন।
এমএস ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট পাওয়া গেল। খোদ ইঙ্গিত দিলেন চেন্নাই সুপার কিংসের পাঁচবারের আইপিএল জয়ী নেতা। যা শুনে খুশি হবে ধোনি ভক্তরা। আসন্ন আইপিএলে তাঁর খেলা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। বোর্ড রিটেনশনের নিয়মকানুন জানিয়ে দেওয়া সত্ত্বেও ধোনিকে রিটেন করা নিয়ে কোনও মন্তব্য করেনি সিএসকে। কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজির কর্তা দাবি করেন, ধোনির সঙ্গে এখনও কোনও কথা হয়নি। অবশেষে জল্পনার অবসান। সরাসরি আসন্ন আইপিএলে খেলা নিয়ে কিছু না বললেও, জানান শেষ কয়েক বছরের ক্রিকেট উপভোগ করতে চান। তাঁর কথাতেই বোঝা যাচ্ছে, আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে। ধোনি বলেন, 'ক্রিকেটের শেষ কয়েক বছর আমি উপভোগ করতে চাই। ছোটবেলায় বিকেল চারটের সময় খেলতে যেতাম এবং চুটিয়ে আনন্দ করতাম। কিন্তু পেশাদার ক্রিকেট খেলার সময় আর সেই অর্থে উপভোগ করা যায় না। একটা চাপ থাকেই। এবার সেটা আমি এখন করতে চাই।'
আইপিএলের মেগা নিলাম যত এগিয়ে আসছে, ধোনির ভবিষ্যৎ নিয়ে চর্চা ততই বাড়ছে। গত বছর ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই দেশের অন্যতম সেরা নেতার আসন্ন আইপিএলে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ধোনির এই মন্তব্য থেকে পরিষ্কার, অন্তত আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে। তবে কী ভূমিকায় সেটা এখনও জানা যায়নি।
এদিকে সাইমন ডুল বলেছেন, ''ঋষভ পন্থ যদি নিলামে ওঠে তাহলে ওর জন্য চেন্নাইয়ের ঝাঁপানো উচিত। মহেন্দ্র সিং পরবর্তী জমানায় পন্থ একাই টেনে নিয়ে যেতে পারে সিএসকে শিবিরকে।''
