আজকাল ওয়েবডেস্ক: চাপের মুখে ১৬৭ রানের পার্টনারশিপ। ঋষভ পন্থ ও শুভমান গিল কার্যত চেন্নাই টেস্ট বাংলাদেশের হাতের বাইরে নিয়ে চলে যান। দুই তারকাই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর এই দুর্দান্ত পার্টনারশিপের রহস্য ফাঁস করেছেন পন্থ। 

ভারতের তারকা উইকেট কিপারকে বলতে শোনা গিয়েছে, ''মাঠের বাইরে কারও সঙ্গে সম্পর্ক ভাল থাকলে, সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে ব্যাট করতে ভাল লাগে। আমরা মজা করি, গল্প করি, খেলা নিয়ে আলোচনা করি এবং রিল্যাক্স থাকার চেষ্টা করি। কী করতে চাই, দিনের শেষে তা জানি আমরা দু'জনেই।'' 

৬৩২ দিন পরে টেস্টে প্রত্যাবর্তন ঘটেছিল পন্থের। প্রথম ইনিংসেও তিনি চাপের মুখে হাল ধরার চেষ্টা করেন। শুভমান গিল প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পরে 'গেল গেল' রব উঠেছিল। সমালোচনা হয়েছিল গিলকে নিয়ে। সেই শুভমান গিলই দ্বিতীয় ইনিংসে নিন্দুকদের মুখ বন্ধ করে দেন সেঞ্চুরি করে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত তিন-তিনটি উইকেট হারায় ভারত। তার পরে গিল ও পন্থ ইনিংসের হাল ধরেন। দুই তারকা ব্যাটারই জানাতেন, এই বিপর্যয়ের সময়ে আরও একটি উইকেট হারানোর অর্থই হল ব্যাটিংয়ের টেল বেরিয়ে পড়া। অনাবশ্যক চাপে পড়ে যাওয়া। তাই পন্থ ও গিল বাংলাদেশের বোলারদের থেকে বিষ শুষে নেন।

সেই সঙ্গে ভারতের লিড আরও বাড়িয়ে নিয়ে যান। প্রত্যাবর্তনের টেস্টে পন্থ সেঞ্চুরি করেন। গিলও শতরান করেন। দুই তারকার জোড়া শতরানে ভারত ২৮৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। তার পরে অশ্বিন ও জাদেজার ঘূর্ণিতে ধসে যায় বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় ভারত।