আজকাল ওয়েবডেস্ক:‌ ছেলে ক্রিকেট খেলে নাম ডাক করেছেন। বাবাকে কিনে দিয়েছেন স্পোর্টস বাইক। সেই বাইক ছুটিয়ে কর্মস্থলে যাচ্ছেন রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং। 


আর্থিক অনটন ছিল পরিবারে। ছেলে সেই আর্থিক অনটন ঘুঁচিয়েছেন। রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে বেড়ান। এখনও তাই করছেন। তবে তা স্পোর্টস বাইকে চেপে। রিঙ্কু তাঁর বাবাকে কাওয়াসাকি নিনজা ৫০০ স্পোর্টস বাইক কিনে দিয়েছেন। যার দাম প্রায় ৫ লক্ষ টাকা। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বাইক চালিয়ে কর্মস্থলে যাচ্ছেন রিঙ্কুর বাবা।


এদিকে, রিঙ্কু বিয়ে করতে চলেছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে। এক বছরেরও বেশি সময় দু’‌জন দু’‌জনকে চিনতেন। লখনউতে শীঘ্রই দু’‌জনে বিয়ে করতে চলেছেন।
তবে রিঙ্কু এখন ব্যস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নিয়ে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। তারপর রিঙ্কু ব্যস্ত হয়ে পড়বেন আইপিএলে।