আজকাল ওয়েবডেস্ক: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্তেই নাকি পৌছেছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে ভারত খেলবে দুবাইয়ে। আর ২০২৭ পর্যন্ত আইসিসি-র যা যা টুর্নামেন্ট ভারতে হওয়ার কথা আছে, সেগুলোও হাইব্রিড মডেলেই হবে।
আইসিসি-র একটি সূত্র অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নব্য প্রেসিডেন্ট জয় শাহ, বোর্ড অফ ডিরেক্টরস, পাকিস্তান ক্রিকেট বোর্ড মিলিয়ে সম্মিলিত ভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তানে হবে। ভারত খেলবে দুবাইয়ে। আর এর ফলে উইন-উইন পরিস্থিতি হল। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টালবাহানারও অবসান ঘটল বলাই যায়।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। এদিকে আগে পাকিস্থান অনড অবস্থান থেকে সরে এসে হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। কিন্তু তারা শর্ত আরোপ করেছিল, আইসিসির আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ এবং দুই ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি-র টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে। এখন খবর অনুযায়ী সেভাবেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। জয় শাহ এবং অন্যান্য সদস্যরা নিজেদের মধ্যে এক আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে ভারতের দাবিও মেনে নেওয়া হল। আবার পাকিস্তানের শর্তও মেনে চলা হল। সবাইকে খুশি করে চলার একটা রাস্তা খোঁজা হল।
২০২৫ সাল থেকে ২০৩১ পর্যন্ত আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা ভারতের মাটিতে। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানের শর্ত, এই চারটি টুর্নামেন্ট খেলার জন্য ভারতে যাবে না তারা।
