আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হার মেনেছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো মানেই বিতর্ক। এল ক্লাসিকো মানেই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখা। কোপা দেল রে-র ফাইনালে তিন-তিনটি লাল কার্ড দেখেন রিয়ালের তিন তারকা।
জুলস কুন্দে বার্সার হয়ে তৃতীয় গোলটি করার পরেই যত সমস্যা। শেষ বাঁশির মিনিট দেড়েক আগে এমবাপে ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারির দিকে তেড়ে যান রিয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। সতীর্থরা তাঁকে থামান।
রিয়ালের বেঞ্চ থেকে কিছু একটা ছোড়া হয় রেফারির দিকে। কে ছুড়েছেন তা পরিষ্কার নয়। রুডিগারকেই লাল কার্ড দেখানো হয়। কিছুক্ষণ পরে লাল কার্ড দেখেন লুকাস ভাসকেজও। পরে বেলিংহ্যামও।
রেফারি তাঁর অফিসিয়াল রিপোর্টে উল্লেখ করেছেন, রুডিগার ''রুডিগার কিছু একটা ছুড়ে মারেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়।'' রেফারির রিপোর্টে বলা হয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর জুড বেলিংহামকেও আগ্রাসী আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়।
সরাসরি লাল কার্ড দেখার ফলে সবাই আগামী দুই ম্যাচ অন্তত নিষেধাজ্ঞা। রুডিগার ও ভাসকেজের নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। দুই বা ততোধিক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভাসকেজ।
রুডিগারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ মিডিয়া। এমনকী মাস হিসেবেও রুডিগারকে নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হল রিয়াল। কারণ এখন লা লিগার ফয়সলা হয়নি।
