আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুরে ফ্যানদের হৃদয় ভেঙে দিলেন বিরাট কোহলি। আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এমন সিদ্ধান্ত যে আসতে পারে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল রোহিত শর্মার অবসরের পরের দিন। লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন কোহলি। কিন্তু ইংল্যান্ড সিরিজের কথা ভেবে বোর্ড তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়। কিন্তু শোনেনি তারকা ক্রিকেটার। তাঁর অবসরের সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় কোহলির উদ্দেশে বার্তা দেয় বিসিসিআই। নিজেদের এক্স হ্যান্ডেলে লেখে, 'ধন্যবাদ বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে একটা যুগ শেষ হয়ে গেল, কিন্তু ঐতিহ্য চলবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল। ভারতীয় ক্রিকেটে ওর অবদানকে সর্বত্র স্বীকৃতি দেওয়া হবে।' কোহলির তিনটে ছবি দিয়ে কোলাজ করে এই বার্তা দেয় বোর্ড। 

আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ও তারকা ক্রিকেটারের আকস্মিক অবসরের সিদ্ধান্তে অবাক। তাঁর উদ্দেশে আবেগঘন বার্তা দেয়। ফ্র্যাঞ্চাইজির এক্স হ্যান্ডেলে দুটো পোস্ট করা হয়। প্রথম পোস্টে কোহলির একটি ছবি দিয়ে লেখে, 'ধন্যবাদ বিরাট। টেস্ট ক্রিকেট আর এক থাকবে না।' দ্বিতীয় পোস্টে কোহলির শেষ টেস্ট শতরানের ভিডিও পোস্ট করা হয়। তার ক্যাপশনে লেখা হয়, 'সেই হাঁটা, সেই শটগুলো, সেই অভিব্যক্তি, সেই সেলব্রেশন। আমরা সবকিছু মিস করব।' মাত্র পাঁচদিন আগেই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এবার বিরাট কোহলি সরে যাওয়ায় ইংল্যান্ড সফরের দল বাছতে সমস্যায় পড়বে নির্বাচকরা।