আজকাল ওয়েবডেস্ক: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৬ সালে আরসিবি-র হোম ভেন্যু নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম। 
অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ খেলবে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। 

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে আরসিবি নবি মুম্বইয়ে পাঁচটি ম্যাচ খেলবে। রায়পুরে খেলবে দুটি ম্যাচ। সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে   আলোচনা করে বিষয়টি পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তুপক্ষ। 

এদিকে বিসিসিআই মহিলাদের আইপিএলের ১৪ ও ১৫ তারিখের ম্যাচ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রুদ্ধদ্বার করতে চলেছে। কারণ সেখানে পুরসভার নির্বাচন। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। পুরসভা নির্বাচন রয়েছে ১৫ তারিখ। 

দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছিল ২০২৫ সালে। প্রথমবার আইপিএল জিতেছিল আরসিবি। আর তার পরের ঘটনা ইতিহাস হয়ে গিয়েছে। যা পরিস্থিতি আগামী আইপিএলে চিন্নাস্বামী থেকে সরতে পারে বিরাটদের ম্যাচ। চলতি বছরের ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে। তারপর থেকে কার্যত একঘরে হয়ে গিয়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনার পর বড়সড় পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। আর যার জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলিদের খেলার পথ কঠিন হয়েছে। এর মধ্যেই হোম গ্রাউন্ড খুঁজে নিয়েছে আরসিবি।