আজকাল ওয়েবডেস্ক: কামরান গুলামের প্রশংসায় ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাবর আজমকে বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমের জায়গায় দলে ডাক পেয়েছেন কামরান গুলাম। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০১৩ সালে। তার পরে কেটে গিয়েছে সাড়ে ১১ বছর। মঙ্গলবার জাতীয় দলের হয়ে অভিষেক ঘটল কামরানের। অভিষেক টেস্ট ম্যাচ মাতিয়ে দেওয়ার পরে ভারত থেকে তাঁর জন্য প্রশংসা বর্ষিত হল। 

 

ভরাতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''বাবরকে নিয়েই বেশি চর্চা হচ্ছে, এই আবহে কামরানের দিকেও নজর দিন। ঝড়ের মধ্যে হাঁটা শুরু করেছিল। সেঞ্চুরি করে থামল।'' 

?ref_src=twsrc%5Etfw">October 15, 2024

টেস্ট ইতিহাসের ১১৪তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেন কামরান গুলাম। চার মেরে সেঞ্চুরি করেন। আবদুল্লা শাফিক ও শান মাসুদের উইকেট হারানোর পরে পাক ইনিংসকে গড়ার কাজ করেন কামরান। তাঁর ১১৮ রানের সৌজন্যে পাকিস্তান প্রথম দিনের শেষে করে পাঁচ উইকেটে ২৫৯ রান।