আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনা বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে একটুর জন্য শতরান হাতছাড়া করেন। ৯১ বলে ৯৩ রান করেন। ৩০০ রান তাড়া করে ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। গতবছর অক্টোবরে একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের পর টানা সপ্তম অর্ধশতরান বা তারও বেশি রান। রবিচন্দ্রন আশ্বিন মনে করছেন, পুরোনো দিনের মতো এখনও একইভাবে খেলা উপভোগ করছেন কোহলি। 

নিজের ইউ টিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'দেখে মনে হচ্ছে, ওর মনে কিছু চলছে না। যদি জিজ্ঞেস করা হয়, নিজের মধ্যে কী পরিবর্তন এনেছেন কোহলি? আমি বলব, কোনও বদলই আনেননি। কোনও কিছু নিয়ে ভাবছে না। ও সিদ্ধান্ত নিয়েছে, বাকি সময়টা ক্রিকেট উপভোগ করতে চায়। দেখে মনে হচ্ছে, ছোটবেলায় যেভাবে খেলত, সেভাবেই এখনও খেলছে। সঙ্গে এতগুলো বছরের অভিজ্ঞতা।' দীর্ঘদিন পর মাঠে ফিরেই রান পেয়েছেন শ্রেয়স আইয়ার। ৪৭ বলে ৪৯ রান করেন। কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। প্রাক্তন তারকা স্পিনার মনে করেন, ৫০ ওভারের ফরম্যাটে শ্রেয়স 'মিস্টার ধারাবাহিক'। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'আমরা জানি একদিনের ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক শ্রেয়স আইয়ার। আউটটা স্বভাবসুলভ ছিল না। ও এইভাবে ম্যাচ ছাড়ে । সাধারণত শেষ করে। তবে এক আধটা ম্যাচে এরকম হতে পারে। ও প্রত্যাবর্তন করছে। জেমিসনের বলটা ভাল ছিল।' ম্যাচ শেষে শ্রেয়স জানান, জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরে খুশি। 

একদিনের ক্রিকেটে ব্যাট হাতে একের পর এক উল্লেখযোগ্য ইনিংস। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর কোহলি জানান, তাঁর যাত্রা স্বপ্নের মতো। লোকের মুখে হাসি ফোটাতে পেরে এবং মানুষকে আনন্দ দিতে পেরে খুশি তিনি। ৩৭ বছরের তারকা ক্রিকেটার আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে প্রথম প্লেয়ার হিসেবে ২৮,০০০ রান সম্পূর্ণ করেন। শচীন তেন্ডুলকরের পর অন্যতম সেরা স্কোরার। ৬২৪তম ইনিংসে নিউজিল্যান্ডের লেগ স্পিনার আদিত্য অশোকের বলে চার মেরে এই রেকর্ড করেন কোহলি। ৬৪৪তম ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন তেন্ডুলকর। দু'জন ভারতীয় ছাড়াও ২৮,০০০ এর ক্লাবে আছেন কুমার সাঙ্গাকারা। ৬৬৬তম ইনিংসে এই রেকর্ড গড়েন। বুধবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ।