আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার তারকা অফ স্পিনার মুথাইয়া মুরলীধরনকে ছাপিয়ে যেতে পারতেন রবিচন্দ্রন অশ্বিন। 
কিন্তু একটি মহাভুলে বিশ্বরেকর্ড গড়া হল না ভারতের তারকা অফস্পিনার। 

ভারত-বাংলাদেশ দু' ম্যাচের টেস্ট সিরিজে অশ্বিন সিরিজ সেরার সম্মান পেয়েছেন। আর তার ফলে কেরিয়ারে ১১বার সিরিজ সেরা হয়েছেন তিনি। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনও সিরিজ সেরা হয়েছেন এগারো বার। 

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সেরা হওয়ার পরে অশ্বিন ও মুরলী এখন একই বন্ধনীতে। কিন্তু ভারতের তারকা স্পিনার ছাপিয়ে যেতেই পারতেন মুরলীকে। বিশ্বরেকর্ড করতে পারতেন তিনি। সেই নজির হল না। কেন? 

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  সিরিজ ভারত জেতে ১-০-এ। ১৫টি উইকেট নেন অশ্বিন। ৫৬ রান করেছিলেন। ম্যান অফ দ্য সিরিজ হওয়ার দৌড়ে অশ্বিন ছিলেন সবার আগে। কিন্তু সেবার সিরিজ সেরার সম্মান দেওয়া হয়নি। 
কেন দেওয়া হল না সিরিজ সেরার পুরস্কার? সর্বভারতীয় সেই সংবাদমাধ্যম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। জানতে চায় কেন দেওয়া হল না সিরিজ সেরার পুরস্কার। 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিজেদের উপর দায়িত্ব নেয়নি। তাদের তরফে জানানো হয়েছিল, ভারতের একটি সংস্থা সিরিজের স্পনসরশিপের দায়িত্বে ছিল। সেই সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, সিরিজ সেরার সম্মান দেওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। 
কিন্তু কী কারণে দেওয়া হল না অশ্বিনকে, সেটাই পরিষ্কার নয়। দেওয়া হলে অশ্বিন ছাপিয়ে যেতেন মুরলীকে। এদিকে  ১৬ অক্টোবর থেকে  ভারত-নিউজিল্যান্ড সিরিজের বল গড়াবে। তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে। মুরলী ছাপিয়ে যেতেই পারেন দ্বীপরাষ্ট্রের স্পিনারকে।