আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে নিজের পছন্দের ভারতীয় একাদশ বেছে নিলেন রবি শাস্ত্রী। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর শুভমন গিলের হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই টেস্টে বিশ্বের দুই নম্বর দলের মুখোমুখি টিম ইন্ডিয়া। তার আগে নিজের পছন্দের দল বেছে নিলেন রবি শাস্ত্রী। ওপেনিংয়ে তাঁর পছন্দ যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। অভিজ্ঞতার পাশাপাশি ইংল্যান্ডে অতীতে সফল হয়েছেন রাহুল। শাস্ত্রী বলেন, 'আমার মতে জয়েসওয়াল এবং রাহুলকে দিয়ে ওপেন করানো উচিত। কারণ এটা ওর জন্য বড় সিরিজ। ব্যাটারদের মধ্যে ও সবচেয়ে অভিজ্ঞ। আগের ইংল্যান্ড সফরে রাহুল ওপেন করেছিল। শতরান পেয়েছিল। আমি চাই ও ওপেন করুক।'
তিন এবং চারে সাই সুদর্শন এবং শুভমন গিলকে চান ভারতের প্রাক্তন হেড কোচ। শাস্ত্রী বলেন, 'তিন নম্বরে তরুণ সাই সুদর্শনকে দেখতে চাই। ও নজর কেড়েছে। এই সফর ওকে প্রচারের আলোয় আনতে পারে।' পাঁচ এবং ছয় নম্বরের জন্য করুণ নায়ার এবং ঋষভ পন্থকে বেছে নেন। নায়ারের বর্তমান পারফরম্যান্সের প্রশংসা করেন। দীর্ঘ বছর পর জাতীয় দলে ফেরার লড়াইকে সাধুবাদ জানান। শাস্ত্রী বলেন, 'করুণ নায়ার যে ফর্মে আছে, ওর পাঁচে ব্যাট করা উচিত। ছয়ে ঋষভ পন্থ।' সাত নম্বরে রবীন্দ্র জাদেজাকে চান। বাকি চারের মধ্যে একজন অলরাউন্ডার, বাকি তিনজন পেসার। নীতিশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের মধ্যে দ্বিতীয়জনের পক্ষে শাস্ত্রী। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ নিশ্চিত। পরিবেশ এবং পরিস্থিতি যাচাই করে অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে একজনকে রাখার পরামর্শ দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তবে অদ্ভুতভাবে কুলদীপ যাদবকে নিজের পছন্দের দল থেকে বাদ দিলেন শাস্ত্রী। ব্যাটিংয়ের কথা ভেবে তাঁর দলের একমাত্র স্পিনার জাদেজা।
