আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরকে একহাত নিলেন রবি শাস্ত্রী।
টেস্টে ঘরের মাঠে ক্রমাগত ব্যর্থতার পর কোচ গম্ভীরের সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট ভক্তরা ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী একহাত নিলেন গৌতম গম্ভীরকে। শাস্ত্রীর বক্তব্য, ভরাডুবির দায় নিতে হবে কোচকেই। তাঁর সময়ে এমন হলে তিনিই দায় নিতেন বলে দাবি শাস্ত্রীর।
২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের মাটিতে চারটি টেস্ট হেরেছিল ভারত। গম্ভীর জমানায় কিন্তু গত এক বছরে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। ভারতীয় ব্যাটাররা স্পিনও খেলতে পারছেন না। একটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে স্পিন খেলতেন শচীন, দ্রাবিড়রা। একটি পডকাস্টে শাস্ত্রী বলেছেন, ‘গুয়াহাটিতে একটা সময় আমাদের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৭ উইকেটে ১৩০! কী করে হয় এমন? আমাদের দল তো এত খারাপ নয়। যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে। ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ওরা তো স্পিন খেলেই বড় হয়েছে।’
আপনি কি কোচ গম্ভীরকে আড়াল করতে চাইছেন? শাস্ত্রী বলেছেন, ‘আমি কাউকে বাঁচাতে চাইছি না। গম্ভীরের হয়ে সাফাই দিচ্ছি না। ও অবশ্যই ১০০ শতাংশ দায়ী। আমার সময় এমন দুরবস্থা হলে অবশ্যই আমি দায় নিতাম। সকলের আগে নিজের দায় স্বীকার করতাম। সাজঘরে ফিরেও কাউকে ছাড়তাম না। দলের বৈঠকে ক্রিকেটারদের দায়িত্বের কথা মনে করিয়ে দিতাম।’
এটা ঘটনা, শাস্ত্রী কোচ থাকাকালীন টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। বিশ্বের সর্বত্র ভাল ফল করেছিল। পরে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে রোহিত শর্মার নেতৃত্বেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গম্ভীর কোচ হওয়ায় ছবিটা বদলে গিয়েছে। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও ভারতীয় দল ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারতে হয়েছে। একের পর এক ব্যর্থতায় ক্ষুব্ধ শাস্ত্রী।
গম্ভীর টেস্টের ব্যর্থতার দায় যেভাবে ব্যাটারদের ঘাড়ে চাপাচ্ছেন বা সাদা বলের ক্রিকেটে সাফল্যের কথা বলে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছেন, তা একেবারেই পছন্দ নয় শাস্ত্রীর। টেস্ট ক্রিকেটে ভারতের এই খারাপ অবস্থা একেবারেই মানতে পারছেন না শাস্ত্রী।
