আজকাল ওয়েবডেস্ক: দু'দিন পরই শুরু এজবাস্টন টেস্ট। রবি শাস্ত্রী মনে করেন, ইংল্যান্ড সিরিজ হারলেও শুভমন গিলের পাশে থাকা উচিত টিম ম্যানেজমেন্টের। লিডসে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর তরুণ দলের দায়িত্ব গিলের ওপর। তাই বাড়তি চাপ অবশ্যই রয়েছে। প্রথম টেস্টের পর শুভমনের পরিণতবোধের প্রশংসায় ভারতের প্রাক্তন কোচ। তাঁকে সমর্থনের পরামর্শ গোটা দলকে। শাস্ত্রী বলেন, 'ও আগের তুলনায় অনেক পরিণত হয়েছে। যেভাবে মিডিয়া সামলাচ্ছে, সাংবাদিক সম্মেলন, টসে কথা বলছে, অনেকটাই পরিণত দেখাচ্ছে। তিন বছর ওর থাকা উচিত। সিরিজের ফলাফল যাই হোক না কেন, পরিবর্তন করা উচিত নয়। তিন বছর ওকে রাখা উচিত। আমার মনে হয়, ও রেজাল্ট দেবে।' 

কোহলিদের প্রাক্তন কোচ মনে করেন, সফল হওয়ার জন্য যা প্রয়োজন, সেটা আছে গিলের মধ্যে। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় দিতে হবে তরুণ অধিনায়ককে। শাস্ত্রী বলেন, 'গিল সফল না হলে আমি অবাক হব। ওর ব্যাটিংয়ে একটা আলাদা ব্যাপার আছে। ও যদি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, ও অনেক দূর যাবে।' গিলের প্রশংসা করেন প্রসিদ্ধ কৃষ্ণ। জানান, তাঁর অধিনায়কত্বে ড্রেসিংরুমের পরিবেশ দারুণ ছিল। প্রসিদ্ধ বলেন, 'আমার মনে হয় ও যথেষ্ট ভাল করেছে। বোলার পরিবর্তন ও ঠিকঠাক করেছে। সবাইকে সমান ব্রেক দিয়েছে। পরিস্থিতি বুঝে সঠিক বোলার এনেছে। ড্রেসিংরুমের পরিবেশও দারুণ ছিল। ও সবসময় আমাদের সঙ্গে কথা বলছে।' অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরান করে সুনীল গাভাসকর, বিরাট কোহলি, বিজয় হাজারে এবং দীলিপ বেঙ্গসরকরদের তালিকায় প্রবেশ করেন গিল।