আজকাল ওয়েবডেস্ক: বিরাটের টেস্ট অবসর মানতে পারছেন না রবি শাস্ত্রী। বিসিসিআইয়ের উপর তোপ দেগেছেন তিনি। বলেছেন, ক্ষমতা থাকলে অস্ট্রেলিয়া সিরিজের পরই তিনি বিরাটকে ফের টেস্ট অধিনায়ক করে দিতেন।
প্রসঙ্গত, গত মাসেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। ১২৩ ম্যাচে তাঁর রান ৯২৩০। গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান। শাস্ত্রী বলেছেন, ‘যখন কেউ চলে যায়, তখনই বোঝা যায় তার গুরুত্ব। বোঝা যায় সে কত বড় ক্রিকেটার ছিল। বিরাটের অবসর মানতে পারছি না। এখনও মন খারাপ করে।’
রবি শাস্ত্রী কথায়, বিসিসিআই চাইলে বিরাটের টেস্ট অবসর আটকাতে পারত। তাঁর কথায়, ‘মনে হয় বিষয়টা অন্যভাবে সামলানো যেত। ওর সঙ্গে বোর্ড আরও কথা বলতে পারত। যদি আমার হাতে ক্ষমতা থাকত তাহলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম। তাহলে ও আরও কয়েক বছর খেলত।’
প্রসঙ্গত, রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার কয়েকদিন পর বিরাটও অবসর নেন। তখন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার জানান, এপ্রিলেই বোর্ডকে অবসরের কথা জানিয়েছিলেন বিরাট। বোর্ড তাঁকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছিল। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
এটা ঘটনা ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত অধিনায়ক থাকাকালীন কোচ হিসেবে শাস্ত্রীকে পেয়েছিলেন বিরাট। দু’জনের জুটি সফলও ছিল। এখনও দু’জনের সম্পর্ক বেশ ভাল। কয়েক দিন আগে আইপিএল জেতার পরেও শাস্ত্রীর কোলে চেপে উল্লাস করেছেন কোহলি। সে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল।
