আজকাল ওয়েবডেস্ক: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উপরে রেগে কাঁই ভারতের মহিলা হকি তারকা রানি রামপাল। মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।  সব ঠিকঠাকই চলছিল। মার্কিন মুলুকে বেশ মজা করেন রানি। কিন্তু দেশে পা রাখার পরই ছন্দপতন ঘটে। দারুণ এক সফরের রেশ মুহূর্তেই মিলিয়ে যায়।

নিজের ব্যাগপত্র নেওয়ার সময়ে রানি দেখেন, তাঁর সুটকেস খানা ভেঙে গিয়েছে। ভাঙা সুটকেস দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভারতের হকি তারকা। তিনি সেই ভাঙা সুটকেসের ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নেন বিমান সংস্থাকে। 

রানি রামপাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''দারুণ এক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এয়ার ইন্ডিয়াকে। আপনাদের কর্মীরা এভাবেই আমাদের ব্যাগের দেখভাল করেন। কানাডা থেকে দিল্লিতে নামার পরই দেখলাম আমার ব্যাগ ভেঙে গিয়েছে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">October 5, 2024

রানি রামপালের এহেন পোস্টের অব্যবহিত পরেই এয়ার ইন্ডিয়া সাড়া দেয়। রানির কাছ থেকে তাঁর বিমানের যাবতীয় তথ্য জানতে চায় বিমান সংস্থাটি। রানিও সঙ্গে সঙ্গেই তা পাঠিয়ে দেয় এয়ার ইন্ডিয়াকে। তাঁর বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করা হবে, এই আশায় রয়েছেন রানি। 

রানির এমন অভিযোগের পরই বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ যাত্রীরা। তাঁদের মনেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। রানির অভিযোগ আগুনে ঘৃতাহুতি দেয়।