আজকাল ওয়েবডেস্ক: রজার বিনির মেয়াদ ফুরোনোর পর নতুন সভাপতি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরমহলে। সূত্র অনুযায়ী, অন্তর্বতী সভাপতি হতে পারেন রাজীব শুক্লা।‌ জুলাই থেকে তিন মাসের জন্য এই পদে নিযুক্ত হতে পারেন তিনি। সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আছে। সেখানে নির্বাচিত হয়ে নতুন প্যানেল আসবে। স্থায়ী সভাপতি হওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজীব শুক্লা‌। প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলির উত্তরসূরি হিসেবে ২০২২ সালে বোর্ডের সভাপতি নিযুক্ত হন রজার বিনি। সেই সময় তিনি ছাড়া কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। কিন্তু এবার রাজীব শুক্লা ছাড়া কেউ মনোনয়ন পত্র জমা দেবে কিনা জানা নেই। 

বিনির সভাপতিত্বে দুটো সাদা বলের সিরিজ জেতে ভারত। আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। তাঁর সভাপতিত্বেই মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হয়। তাঁর অধীনেই ঘরোয়া ক্রিকেটে একাধিক বদল এসেছে। সিনিয়র প্লেয়ারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বেড়েছে। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন বিনি। ১৯৮৩ বিশ্বকাপে ১৮ উইকেট নেন। বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইয়ের নির্বাচনী কমিটির সদস্য ছিলেন তিনি।