আজকাল ওয়েবডেস্ক: নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটসম্যানকে। কেরল ক্রিকেট সংস্থা দ্বারা আয়োজিত টি-টোয়েন্টি লিগে নাম নথিভুক্ত করেছেন তিনি। 

কেরলের রাজ্য টি-টোয়েন্টি লিগের নিলাম হবে ৫ জুলাই। ক্যাটেগরি এ-তে ৩৯ জন ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন। ক্রীড়া বিষয়ক একটি সংবাদমাধ্যমকে কেসিএ-র গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজির মাচান নিশ্চিত করেছেন এবার সঞ্জু স্যামসন খেলবেন এই টুর্নামেন্ট। রাজস্থান রয়্যালস নিশ্চিত করেছে বিষয়টি। 

সঞ্জু স্যামসন ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের ভিগনেশ পুথুর এবং সানরাইজার্স হায়দরাবাদের শচীন বেবির নামও নথিভুক্ত করা হয়েছে খেলোয়াড়দের নিলামে। 

২০২৫ সালের আইপিএলে চোটগ্রস্ত ছিলেন সঞ্জু। টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। কয়েকটি ম্যাচে সঞ্জু স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন। কিন্তু চোট বড় বালাই। চোটের লাল চোখ দেখার জন্য সব ম্যাচে নামাই হয়নি সঞ্জুর। 

আইপিএলে ৯টি ইনিংসে ২৮৫ রান করেছিলেন স্যামসন। তার মধ্যে ছিল একটি হাফ সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সঞ্জু।