আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে দাপট জুনিয়র দ্রাবিড়ের। দাদা সমিত দ্রাবিড়ের পর নিজের জানান দিলেন ভাই। বিজয় মার্চেন্ট ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে নজরকাড়া শতরান করেন অন্বয় দ্রাবিড়। অন্ধ্রপ্রদেশের মুলাপাডুতে খেলা ড্র হয়। চার নম্বরে নেমে ১০০ রানে অপরাজিত থাকেন রাহুল দ্রাবিড়ের পুত্র। ১৫৩ বলে শতরান সম্পূর্ণ করেন। ইনিংসে ছিল ২টি ছয়, ১০টি চার। ১২৩.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে কর্ণাটক। দলের বড় রানের পেছনে জুনিয়র দ্রাবিড়ের অবদান অনেকটাই। তৃতীয় উইকেটে সামন্তক অনিরুদ্ধর সঙ্গে ১৬৭ রানের জুটি বাঁধেন। এরপর চতুর্থ উইকেটে সুকুর্ত জে-র সঙ্গে ৪৩ রান যোগ করেন।
প্রথমে ব্যাট করে ১২৮.৪ ওভারে ৩৮৭ রানে শেষ হয় ঝাড়খন্ডের ইনিংস। খেলা ড্র হলেও প্রথম ইনিংসের শেষে এগিয়ে থাকায় তিন পয়েন্ট পায় কর্ণাটক। অন্যদিকে ঝাড়খণ্ড এক পয়েন্ট পায়। আগের বছর কর্ণাটকের অনূর্ধ্ব-১৪ দলের অধিনায়ক ছিলেন অন্বয় দ্রাবিড়। সম্প্রতি কেএসসিএ অনূর্ধ্ব-১৬ ইন্টার জোনাল ম্যাচে ব্যাঙ্গালোর জোনের হয়ে অপরাজিত দ্বিশতরান করেন। অন্বয়ের দাদা, সমিত ১৯ বছরের অলরাউন্ডার। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হোম সিরিজে খেলেন দ্রাবিড়ের জ্যেষ্ঠ পুত্র। তার আগে মহারাজা টি-২০ ট্রফিতে মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি। দুই ছেলেই বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে এসেছে। শুরুটা ভালই হয়েছে। একজন অলরাউন্ডার, অন্যজন ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে দুই জুনিয়র সিনিয়র দ্রাবিড়ের মান রাখতে পারে কিনা সেটাই দেখার।
