আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁকে প্রতিভাবান হিসেবে ধরা হত। কিন্তু তিনি এখন দলছুট হয়ে গিয়েছেন। প্রায় চার বছর হয়ে গেল মুম্বইয়ের তারকা ওপেনার পৃথ্বী শ জাতীয় দলে সুযোগ পান না। আইপিএলেও দল পান না।

এহেন পৃথ্বী শ মুম্বই ক্রিকেট সংস্থার কাছে লিখিত চিঠি দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। ফর্ম ফেরানোর জন্য অন্য রাজ্যের হয়ে খেলতে চান পৃথ্বী। তবে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনার পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

গতবার ফিটনেস ঠিক না থাকায় মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েন। দু'সপ্তাহের ফিটনেস প্রোগ্রামে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এমসিএ ট্রেনারদের অধীনে থেকে কয়েক কিলো ঝরানোর কথা বলা হয়েছিল। 

বিজয় হাজারে ট্রফিতেও পৃথ্বী শ-কে বাদ দেওয়া হয়। হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ফিরে আসার বার্তাও দেন পৃথ্বী। 

যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে নেওয়া হয়েছিল। ৯টি ম্যাচে ১৯৭ রান করেন পৃথ্বী শ। মরশুমে একটি পঞ্চাশও আসেনি তাঁর ব্যাট থেকে। 

এবারের আইপিএলের মেগা নিলামে তাঁকে নেয়নি কোনও দলই। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। প্রায় চার বছর হয়ে গেল পৃথ্বী শ আর ডাক পান না জাতীয় দলে। ২০২১ সালের জুলাইয়ে শেষ বার তিনি জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেন।