আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেড টেস্টের প্রস্তুতিতে বড় ধাক্কা ভারতের। পিঙ্ক বল টেস্টের আগে ধাতস্থ হতে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’‌দিনের প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। শনি ও রবিবার। কিন্তু ক্রমাগত বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা শুরুই করা যায়নি। হয়নি টসও। মাঠের কভারও ছিল ঢাকা। পরিদর্শনের পর প্রথম দিনের খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। আপাতত ঠিক হয়েছে, রবিবার খেলা সম্ভব হলে দুই দলই ৫০ ওভার করে ব্যাট করবে। 


ভারতীয় ক্রিকেটাররা এদিন নির্দিষ্ট সময়ে মাঠে চলে এসেছিলেন। কিন্তু ক্রমাগত বৃষ্টি ও সঙ্গে বজ্রবিদ্যুৎ খেলা শুরু হতেই দিল না। সেখানকার হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্যানবেরায়। ফলে রবিবার সঠিক সময়ে খেলা শুরু হওয়া মুশকিল। 


পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারানোর পর টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু অডিলেডে। এটি দিন–রাতের টেস্ট। এর আগের সফরে এডিলেডে ৩৬ রানে পিঙ্ক বল টেস্টে অলআউট হয়েছিল ভারত। যা আজও বিভীষিকা। তাই এবার ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ভারত। কিন্তু তাতে বাধ সাধল বৃষ্টি।


প্রস্তুতি ম্যাচে ব্যাটিং কম্বিনেশন দেখে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা খেলবেন এডিলেডে। ফলে রাহুলকে নামতে হবে পাঁচ বা ছয়ে। আবার গিল খেললে বসবেন পাডিক্কাল। আর বসতে হবে ধ্রুব জুড়েলকে। রোহিত প্রথম টেস্ট খেলেননি। গিলও তাই। তাই এই দুই ব্যাটারের জন্য ভীষণ জরুরি ছিল এই প্রস্তুতি ম্যাচ। কিন্তু প্রথম দিনের খেলাই বাতিল হয়ে গেল বৃষ্টির জন্য। এখন রবিবারের অপেক্ষা। দেখা যাক শেষ দিন খেলা হয় কিনা। না হলে ভারতীয় ব্যাটারদের পিঙ্ক বলে প্রস্তুতি ব্যাহত হবে।