আজকাল ওয়েবডেস্ক: লাল বলের পৃথিবীতে কি দ্রুতই ফিরবেন হার্দিক পাণ্ডিয়া? ইংল্যান্ডে ট্রেনিং সেশন চলাকালীন পাণ্ডিয়াকে লাল বলে বোলিং করতে দেখা গিয়েছে। তার পরেই সোশ্যাল মিডিয়ায় পাণ্ডিয়াকে ঘিরে জোর চর্চা শুরু হয়ে যায়। 

কবে লাল বলের ক্রিকেটে ফিরবেন পাণ্ডিয়া, তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। তিনি ফিরলে বর্ডার-গাভাসকর ট্রফিতে সুবিধা হত ভারতেরই। সেই জল্পনায় জল ঢেলে দিলেন পার্থিব প্যাটেল। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে জিও সিনেমায় ধারাভাষ্য দিচ্ছেন পার্থিব প্যাটেল। সেই তিনিই পাণ্ডিয়াকে নিয়ে বরফ গলিয়েছেন। জানিয়েছেন, পাণ্ডিয়ার পক্ষে এখনই পাঁচ দিনের ফরম্যাটে ফেরা সম্ভব নয়।

কিন্তু লাল বলে যে ইংল্যান্ডে অনুশীলন করছিলেন হার্দিক! পার্থিব রহস্য উন্মোচন করে বলছেন, ''টেস্টে এখনই আমি পার্থিব প্যাটেলকে দেখছি না। ও লাল বলে অনুশীলন করছিল কারণ ওখানে সাদা বল পাওয়া যাচ্ছিল না। পার্থিবের শরীর এখনই চার বা পাঁচ দিনের ম্যাচের জন্য তৈরি নয়।  টেস্টে সিলেকশনের জন্য হার্দিক পাণ্ডিয়াকে কম করে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। যেটা এই মুহূর্তে সম্ভব নয় বলেই মনে হচ্ছে।'' 

২০১৮ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে হার্দিক পাণ্ডিয়া আর টেস্ট খেলেননি। ২০১৯ সালে অস্ত্রোপচার তাঁকে লাল বলের ক্রিকেট থেকে সরিয়ে রাখে। দেশের হয়ে ১১টি টেস্ট খেলেছেন হার্দিক। ৫২৩ রানের পাশাপাশি ১৭টি উইকেট নেন তিনি।