আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাবর্তনের টেস্টে সেঞ্চুরি পাওয়ায় আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এলেন ঋষভ পন্থ। অন্যদিকে বিরাট কোহলি টপ টেনের বাইরে চলে গেলেন। রোহিত শর্মা নেমে গেলেন পাঁচ ধাপ।

বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরির সৌজন্য পন্থ, রবিচন্দ্রন অশ্বিন ও শুভমান গিলের ব্যাটিং র‌্যাঙ্কিং উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ৩৯ এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান পন্থকে ক্রমতালিকায় ৬ নম্বরে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৯ গিলকে ১৪ নম্বরে পৌঁছে দিয়েছে। এটাই তাঁর সেরা র‌্যাঙ্কিং। অন্যদিকে প্রথম ইনিংসে লড়াকু ১১৩ রানের ফলে সাত ধাপ উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বর্তমান র‌্যাঙ্কিং ৭২। 

টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। কেরিয়ারের সর্বোচ্চ  ৪৭৫ পয়েন্ট তাঁর ঝুলিতে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর পয়েন্ট ৩৭০। 

চেন্নাই টেস্টে কোহলি ও রোহিত ব্যাট হাতে রান পাননি। তাঁদের ব্যাট 'বোবা' থেকে যাওয়ার ফলে প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। কোহলি সপ্তম স্থান থেকে চলে গিয়েছেন দ্বাদশ স্থানে। রোহিত শর্মা পাঁচ ধাপ নেমে গিয়েছেন। তাঁর বর্তমান র‌্যাঙ্কিং ১০।