আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের জঙ্গি সংগঠনের দ্বারা ভারতের সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে খেলাধুলার ময়দানেও।
গত মাসে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দেশ, যার মধ্যে ছিল ফাইনালও। সেই সময় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় টি-টোয়েন্টি দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট প্রতিফলন ছিল।
পরবর্তীতে ওয়ানডে বিশ্বকাপে হারমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলও একই পদক্ষেপ নেয়। এমনকি, জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপেও একই চিত্র দেখা গিয়েছে। এরই মধ্যে সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেল অস্ট্রেলিয়ায়। বিরাট কোহলি এবং রোহিত শর্মা অটোগ্রাফ দিলেন এক পাকিস্তানি ভক্তকে।
অনেকে বলছেন, দুই দেশের উত্তেজনার মধ্যেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমনিতেই, গোটা পাকিস্তান জুড়ে একপ্রকার পূজিত হন বিরাট কোহলি। খেলোয়াড়রা তো বটেই, সেদেশের মানুষও শ্রদ্ধা করেন কোহলিকে।
জানা গিয়েছে, এদিন পাকিস্তানের করাচির বাসিন্দা শাহিল নামের এক সমর্থক পার্থে ভারতীয় দলের হোটেলের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন কেবল বিরাটের একটি অটোগ্রাফের আশায়।
আরও পড়ুন: সুপার কাপ থেকে নাম প্রত্যাহার রিয়াল কাশ্মীরের, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে খেলছে ডেম্পো
বৃহস্পতিবার সংবাদমাধ্যম রেভস্পোর্টসের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, হোটেল থেকে বেরিয়ে অনুশীলনে যাওয়ার আগে বিরাট কোহলি থেমে শাহিলের হাতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে সই করেন। রোহিত শর্মার অটোগ্রাফ দেওয়ার ঘটনা আরও চমকে দেবে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তখন দলের বাসে বসে ছিলেন। শাহিল তাঁকে দূর থেকে ইশারায় ডাকলে, রোহিত নেমে এসে সেই পাকিস্তানি ভক্তের ভারতীয় জার্সিতেও অটোগ্রাফ দেন।
আবেগে ভাসা শাহিল পরে বলেন, ‘কোহলির সঙ্গে আগেও দেখা হয়েছে আমার। ও খুবই বিনয়ী মানুষ। একবারই অনুরোধ করেছিলাম, সঙ্গে সঙ্গে স্বাক্ষর করলেন। রোহিতও ঠিক তেমন। বাসে বসে ছিলেন, কিন্তু আমার ইশারায় নেমে এসে জার্সিতে অটোগ্রাফ দিলেন। এটা সত্যিই অনেক কিছু।’
ভারতীয় দলের প্রথম দফার খেলোয়াড়রা ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে পার্থে পৌঁছেছেন আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের জন্য। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সদ্য নিযুক্ত অধিনায়ক শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিং, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি।
সন্ধ্যায় দিল্লি থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দেন হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল, অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব। ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর পার্থের অপ্টাস স্টেডিয়ামে।
এটি রোহিত ও বিরাটের আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচ মার্চ মাসের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর। ফলে সিরিজ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। যদিও ভারতীয় দলের দুই হেভিওয়েট তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত তারা খেলা চালিয়ে যাবেন কি না। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরও, দু’জনেই নাকি অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সি গায়ে চাপাতে আগ্রহী।
