আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সফরে এসে ঠিক যেভাবে শুরু করেছিল ইংল্যান্ড, শেষটা সেভাবে হল না। মুলতানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইংল্যান্ড ৮২৩ রান করে রেকর্ড গড়েছিল। সেই ইংল্যান্ডই পরের দুটো টেস্টে করল ৮১৪ রান।

মুলতানে দ্বিতীয় টেস্টে ১৫২ রানে হার মানে ইংল্যান্ড।  রাওয়ালপিন্ডিতে ৯ উইকেটে। সেই সঙ্গে সিরিজও ইংল্যান্ড হারল ২-১-এ।  সিরিজের শেষ টেস্টে আজ তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১২ রানে। জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৬ রান। ১৯ বলেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

২০২১ সালের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। বাবর আজম, শাহিন আফ্রিদিরা দল থেকে বাদ পড়তেই পাকিস্তান ফিরল স্বমহিমায়। নোমান আলি ও সাজিদ খানের স্পিন জিতিয়েছে পাকিস্তানকে। শেষ দু'টি টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন এই দুই স্পিনার। এতেই বোঝা যাচ্ছে স্পিন দিয়ে কাঁটা তুলল পাকিস্তান। 

৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। ২৬ রানে ব্রুক ফেরার পরই ব্যাটিংয়ে ধস নামে।  শেষ ৪৬ রানে ইংল্যান্ড খোয়ায় ৭টি উইকেট। প্রথম ইনিংসে ৬টি উইকেট নেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে নেন ৪টি উইকেট। নোমান ও সাজিদের স্পিনে ইংল্যান্ড থেমে গেল।