আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের উইকেট কিপার আজম খানকে নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়। আইএলটিটোয়েন্টি ম্যাচে খেলা ছিল শারজা ওয়ারিয়র্স ও ডেজার্ট ভাইপার্সের। ভাইপার্স দলের কিপার আজম খান। সেই ম্যাচেই আজম খান এমন রান আউট নষ্ট করলেন, যা দেখে সবাই হাসতে হাসতে কুটিপাটি। 

শারজা ওয়ারিয়র্সের ইনিংসের ১৮-তম ওভারের ঘটনা। দুই ব্যাটার অ্যাস্টন অ্যাগার ও লিউক ওয়েলসের মধ্যে ভুল বোঝাবুঝি হয় রান নেওয়ার সময়ে। দু'জন ব্যাটার চলে আসেন নন স্ট্রাইক এন্ডে। 

রান আউটের সুবর্ণ সুযোগ ডেজার্ট ভাইপার্সের সামনে। কিন্তু সেটাই কমেডি অফ এররস-এ পর্যবসিত হল। আর সেই ভ্রান্তিবিলাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে দাঁড়ালেন আজম খান। 

 

?ref_src=twsrc%5Etfw">January 25, 2025

বল ধরতে না পেরে গড়িয়ে পড়েই গেলেন আজম। রান আউট তো করতে পারলেনই না উল্টে রান আউট হতে হতে বেঁচে যাওয়া ব্যাটারা দু'রান নিয়ে নেন।। 

অ্যালেক্স হেলস ও স্যাম কুরানের দাপটে ভাইপার্স আট উইকেটে ম্যাচ জেতে।