আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড তৈরি হয়, রেকর্ড ভাঙার জন্য। 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য এক নজির তৈরি হল। ২৩২ বছরের রেকর্ড ভেঙে গেল করাচিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ম্যাচ জিতে গেল পিটিভি। 

পাকিস্তান টেলিভিশন বা পিটিভি মাত্র ৪০ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ম্যাচ জিতে গিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রান হাতে নিয়ে ম্যাচ জেতার এটাই নতুন রেকর্ড। 

পিটিভি বা পাকিস্তান টিভির প্রতিপক্ষ ছিল সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড বা এসএনজিপিএল। 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল পিটিভি।  আমাদ বাট অপরাজিত ৪৬ রান করেন। পিটিভি অলআউট হয়ে যায় ১৬৬ রানে। 
জবাবে ব্যাট করতে নেমে এসএনজিপিএল করে ২৩৮ রান। উইকেটকিপার সইফুল্লাহ বাঙ্গাশ করেন ৭১ রান। পিটিভির পক্ষে আমাদ বাট নেন ৩ উইকেট। অর্থাৎ এসএনজিপিএল প্রথম ইনিংসে এগিয়েছিল ৭২ রানে। 

দ্বিতীয় দিনের শেষে পিটিভি ৯৯ রানে ৫ উইকেটে ছিল। ২৭ রানের লিড ছিল। পরদিন আরও ১২ রান যোগ হয়। পাঁচ রানে পড়ে যায় তাদের পাঁচ উইকেট। জেতার জন্য এসএনজিপিএলের টার্গেট দাঁড়ায় মাত্র ৪০ রান।

 ১৭৯৪ সালে ওল্ডফিল্ড ৪১ রান ডিফেন্ড করে হারিয়েছিল এমসিসি-কে। সেই ইতিহাস ভেঙে যায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। আমাদ বাট ও আলি উসমানের দৌরাত্ম্যে এসএনজিপিএল অল আউট হয়ে যায় ৩৭ রানে।