আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগের নিলাম হবে ১১ ফেব্রুয়ারিগদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালা এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কর্মশালার সভাপতিত্ব করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং পিএসএল সিইও সলমন নাসি। উপস্থিত ছিলেন আটটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি, পিএসএল কর্মকর্তা, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, পিসিবি কর্মকর্তা এবং অন্যান্য খেলোয়াড়রা

গতবারের পিএসএল-এর সেরা রান সংগ্রাহক বাবর আজম জামান এবং সেরা উইকেট শিকারী হাসান আলিশাহি আফ্রিদিরাও ছিলেন এই কর্মশালায়এই কর্মশালাতেই স্থির হয় ১১ ফেব্রুয়ারি হবে নিলাম

প্রতি স্কোয়াডে ১৬-২০ জন খেলোয়াড় থাকবে, যাঁদের মধ্যে ৫-৭ জন বিদেশি খেলোয়াড়প্রথম একাদশে কমপক্ষে ৩-৪ জন বিদেশি খেলোয়াড় থাকবেন বলে স্থির হয়েছে

প্রতিটি স্কোয়াডে অন্তত দু' জন আনক্যাপড খেলোয়াড় থাকবেন। যার একজন অবশ্যই থাকবেন প্লেয়িং ইলেভেনে

পিএসএলের ১১-তম আসরে রিটেনড বা নির্বাচিত ক্রিকেটাররা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দু' বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন।

ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বাধিক সাতজন ক্রিকেটার রিটে করতে পারবে। এরপর বড় সড় নিলামের মাধ্যমে সর্বাধিক পাঁচজনকে রিটে করা যাবে। যাঁদের ছেড়ে দেওয়া হবে, তাঁরা পুনরায় নিলাম তালিকায় যোগ হবেফ্র্যাঞ্চাইজিগুলোমন একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবেন, যিনি গতবার অংশ নেননি। বাড়ানো হয়েছে টিমের বাজেটও।