আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ এগিয়ে আসছে। পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে পাক ক্রিকেটারদের পরামর্শ চেয়েছিলেন কোচ জেসন জিলেসপি। পাকিস্তান ক্রিকেটাররা প্রাক্তন অজি তারকাকে বলেছিলেন, পিচ প্রস্তুতকারকদের পাটা উইকেট বানানোর নির্দেশ যেন দেওয়া হয়। ক্রিকেটারদের কাছ থেকে এমন কথা শোনার পরে অসন্তুষ্ট জিলেসপি, পাক ক্রিকেটারদের বলেন, ''শাট আপ।'' ভিতরের কথা ফাঁস করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি। 

পাকিস্তান ক্রিকেটে ডামাডোল চলছে। বাবর আজম নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারছে। ঘরের মাটিতে বহুদিন টেস্ট ম্যাচ জেতেনি পাকিস্তান। এই আবহে ইংল্যান্ড খেলতে আসছে পাকিস্তানের মাটিতে। সেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। তার আগে বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে ভিতরের এক খবর তুলে ধরেছেন।

বাসিত আলি বলছেন, ''আমি একটা ইনসাইড স্টোরি বলছি। পাক ব্যাটারদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন জিলেসপি। পিচপ্রস্তুকারকরা যে পিচ বানিয়েছেন, সেই পিচই রাখতে চেয়েছিলেন জিলেসপি। কিন্তু পাক ব্যাটাররা পাটা উইকেট টান। সেই কারণে ঘাস ছেঁটে ফেলার অনুরোধ করেন জিলেসপির কাছে। কিন্তু জিলেসপি সেই অনুরোধে কর্ণপাত করেননি। আমি চাইব সবুজ পিচেই খেলা হোক, তাহলে আমাদের বোলাররা উইকেট নিতে পারবে।'' 

বাংলাদেশের বিরুদ্ধেই নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেননি পাক ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন খেলেন সেটাই দেখার।