আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে ছয় ছক্কা। এমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের আব্বাস আফ্রিদি এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন। কুয়েতের বিরুদ্ধে। হংকং সিক্সে কুয়েতের বিরুদ্ধে ১২ বলে ৫৫ রানের ইনিংস খেললেন আব্বাস।
হংকং সিক্সের ম্যাচে শুক্রবার কুয়েতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১২৩ রান করে কুয়েত। জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খানিকটা চাপে পড়ে যায় পাকিস্তান। ওপেনার মহম্মদ শাহজাদ ৮ বলে ১৪ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়েন। তিন নম্বরে নামা আব্দুল সামাদ প্রথম বলেই আউট হয়ে যান। চাপের মুখে চার নম্বরে ব্যাট করতে নামেন আব্বাস। ১২ বলের ইনিংসে মারেন ৮টি ছক্কা। একটি চারও মারেন। তার মধ্যে বাঁ হাতি স্পিনার ইয়াসিন প্যাটেলের এক ওভারে ছ’টি বলেই ছক্কা মারেন আব্বাস। তবে তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। শাহজাদের মতোই আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষ পর্যন্ত ২২ গজে থেকে পাকিস্তানকে ম্যাচের শেষ বলে জয় এনে দেন ওপেনার খাওয়াজা নাফাই (১১ বলে ২৫) এবং শাহিদ আজিজ (৫ বলে ২৩)। পাকিস্তানের জয়ের থেকেও ২৪ বছরের আব্বাসের কীর্তি নিয়ে বেশি আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। ৬ ওভারের ম্যাচ হলেও আব্বাসের এই কীর্তি ক্রিকেটের রেকর্ড হিসাবে গণ্য হবে। কারণ, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) স্বীকৃত। ফলে যুবরাজ সিং, হার্সেল গিবস, কায়রন পোলার্ড, জর্ডন ক্লার্ক, গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রীর সঙ্গে একাসনেই থাকবে আব্বাসের নাম। এই ইনিংসের পর এমার্জিং এশিয়া কাপে পাক ম্যাচের আগে চাপ বাড়ল বৈভবদের।
প্রসঙ্গত, গত বছর জুলাইয়ের পর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি আব্বাস। দেশের হয়ে ২৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ১২.১৮ গড়ে ১৩৪ রান করেছেন আব্বাস। তিনি আবার পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুলের ভাগ্নে। দেশের হয়ে শেষ খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে।
