আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পর বৃষ্টিতে ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচও। প্রথম দুটো ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ছিল। তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ছিল। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার রান তাড়া করার সময় বৃষ্টি শুরু হয়। টানা ৩০ মিনিট বৃষ্টি হয়। কিন্তু তারপর বৃষ্টি থেমে গেলেও খেলা শুরু করার জন্য মাঠ প্রস্তুত করতে পারেনি মাঠ কর্মীরা। এক ঘন্টা অপেক্ষা করে শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্পঞ্জ ব্যবহার করে মাঠ শুকোনোর চেষ্টা করা হয়। কিন্তু ঘণ্টা খানেক কসরতের পরও মাঠে প্রচুর জল জমে থাকে।
লাহোরের মাঠের খারাপ নিকাশি ব্যবস্থার জন্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয় ফ্যানরা। ১০ ম্যাচের মধ্যে এটা তৃতীয় ম্যাচ, যেটা বৃষ্টির জন্য ভেস্তে যায়। প্রায় ৩০ বছর পর আইসিসির মার্কি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। আরও সুষ্ঠুভাবে আয়োজনের দাবি তোলে নেটিজেনরা। আরেকজন লেখেন, 'জঘন্য নিকাশি ব্যবস্থা। পাকিস্তান এরকম একটা প্রিমিয়ার টুর্নামেন্ট আয়োজন করছে, কিন্তু সেখানে ৩০ মিনিটের বৃষ্টি হ্যান্ডেল করতে পারল না।' সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুলোধোনা করা হয়েছে। আরেকজন লেখেন, 'কভার আছে, কিন্তু ব্রেন নেই। তাও আইসিসি ইভেন্ট আয়োজন করতে চায়।' আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়ায় সেমিফাইনালে চলে যায় স্টিভ স্মিথরা। তবে টুর্নামেন্ট থেকে এখনই ছিটকে যায়নি রশিদ খানরা। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে পারলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকবে আফগানদের।
