আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার স্বীকার করে নিয়েছে পাকিস্তান। আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। মাত্র একজন পেসার নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে পাকিস্তান। একজন পেসারের সঙ্গে তিনজন স্পিনার থাকবেন পাকিস্তানের প্রথম একাদশে। 

১৯৮০ সালে শেষ বার পাকিস্তান এক পেসার নিয়ে নেমেছিল। ইমরান খান ছিলেন একমাত্র পেসার। এবার আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। তবে ইমরানের সময়ের পাকিস্তান আর এই পাকিস্তান এক নয়। 

ইংল্যান্ডের কাছে হারের আগে পাকিস্তান হার স্বীকার করেছে বাংলাদেশের কাছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তান ৫৫৬ রান করেও নিস্তার পায়নি। পাক বোলারদের শাসন করে ইংল্যান্ড করে ৮২৩ রান। এদিকে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ঘোষিত দল নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাবর আজম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদকে দলে নেওয়া হয়নি। 

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের একমাত্র পেসার আমের জামাল। মুলতানে দ্বিতীয় টেস্ট হবে প্রথম টেস্টের উইকেটেই। এই পিচে আগে খেলেছে পাকিস্তান। পিচের চরিত্র জানা। সেই কারণেই এক পেসার নিয়ে নামছে পাকিস্তান।