আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।
বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া নিয়ে গোটা পাকিস্তান ফুটছে। বিরাট কোহলিকে কি ভারত বিশ্রাম দিতে পারত, এমন প্রশ্ন উড়ে এসেছে খোদ পাক মুলুক থেকেই। কিন্তু বাকিদের বাদ পড়া নিয়ে সেভাবে চর্চা হয়নি।
শাহিন আফ্রিদিকে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে শাহিন আফ্রিদি এবার নীরবতা ভাঙলেন। সোমবার পাক পেসার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''পাকিস্তান দলকে শুভেচ্ছা জানাই। আশা রাখি দারুণ ভাবে ঘুরে দাঁড়াক পাকিস্তান। আমরা সবাই গলা ফাটাব পাকিস্তানের জন্য।''
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস হারের পর পাকিস্তান দলের খোলনলচে বদলে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্বাচক মণ্ডলীতে যোগ দিয়েছেন আলিম দর, আকিব জাভেদ এবং আজহার আলি।
আকিব জাভেদ বলেছেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টের জন্য দল নির্বাচন করা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।''
