আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ক্যাচ ধরো, ম্যাচ জেতো। 

পাকিস্তানের মহিলা দল ক্যাচ ফস্কে ম্যাচও ফস্কাল। আইসিসি-র মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচটা ছিল ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। পাকিস্তান  কিউয়িদের হারিয়ে দিলে শেষ চারে পৌঁছে যেতেন হরমনপ্রীতরা। কিন্তু ব্ল্যাক ক্যাপসরা ৫৪ রানে ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে যায়। ভারতের স্বপ্নও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 

পাকিস্তানের ফিল্ডিং কোনও সময়েই ভাল ছিল না। শুধু পুরুষদের নয়, মহিলা ক্রিকেটারদের ফিল্ডিংয়ের অবস্থাও তথৈবচ। কিউয়িদের ইনিংসের পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, ষোড়শ এবং অষ্টাদশ ওভারে ক্যাচ ফেলেন  পাক ফিল্ডাররা। শেষ ওভারের প্রথম, তৃতীয় এবং পঞ্চম বলে ক্যাচ পড়ে। 

পাকিস্তান ক্যাচ ছাড়ল, ভারতও ছিটকে গেল বিশ্বকাপ থেকে। পাক মহিলা ক্রিকেটারদের ক্যাচ ছাড়া দেখে বিস্মিত মুনাফ প্যাটেল। পাকিস্তানি ফিল্ডার ক্যাচ ফস্কাচ্ছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুনাফ প্যাটেল লিখেছেন, ''আজকের ম্যাচে কতগুলো ক্যাচ ফস্কাল পাকিস্তান জানেন?'' 

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রানে শেষ করে নিউজিল্যান্ড।  ১১.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।