আজকাল ওয়েবডেস্ক:‌ হাস্যকর রান আউট। নিদর্শন রাখল পাকিস্তানের জুনিয়র ক্রিকেটাররা। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে আলি রাজা যেভাবে আউট হলেন, তা দেখে হাসির রোল নেটপাড়ায়। আর তার জেরে ম্যাচও হারল পাকিস্তান।


অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২১০ রান। লক্ষ্য বেশি ছিল না। কিন্তু পাকিস্তান সেই রান তাড়া করতেই হিমশিম খেল। ১৬০ রানের মধ্যে ৯ উইকেট পড়ে যায়। তারপরও মোমিন কামার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আলি রাজা। কিন্তু তিনি যেভাবে রানআউট হলেন, তা রীতিমতো হাস্যকর। যেন যেচে আউট হলেন।


পাকিস্তানের জিততে তখনও ২২ বলে ৩৮ রান দরকার ছিল। স্ট্রাইকিং এন্ডে ছিলেন রাজা। ইংরেজ ফিল্ডারের থ্রো এসে পৌঁছয় উইকেটকিপার থমাস রেউয়ের হাতে। এদিকে বল তাঁর দিকে আসছে দেখে রাজা লাইন থেকে পিছিয়ে যান। যেন বলকে উইকেটকিপারের হাতে যাওয়ার জন্য ‘রাস্তা’ করে দিলেন। খেয়ালই করেননি যে তিনি বা তাঁর ব্যাট ক্রিজের মধ্যে নেই। এই সুযোগ ছাড়েননি থমাস। বিদ্যুৎগতিতে স্টাম্প ভেঙে দেন। থার্ড আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেওয়া হয় রাজাকে। পাকিস্তানের ইনিংসও থেমে যায়। তারা ৩৭ রানে হারে।
যা দেখে অনেকের মনে পড়ছে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মহম্মদ নওয়াজের আউট হওয়ার কথা। এক রান নেওয়ার পর দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন। সেটা সম্ভব না দেখে ফিরেও আসেন। সহজেই ক্রিজে ঢুকে যেতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। সেই সুযোগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব উইকেট ভেঙে দেন। 

এদিকে, শনিবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে গ্রুপের ম্যাচে আয়ুষ মাত্রের দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। মুস্তাফিজুর রহমান কাণ্ডের পর এই প্রথম ২২ গজে মুখোমুখি হবে দু’দল।


অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকাকে হারিয়েছে ভারত। যদিও সেই ম্যাচে প্রত্যাশিত খেলা খেলতে পারেনি ছোটদের ব্রিগেড। রান পায়নি বৈভব সূর্যবংশী, আয়ূষ মাত্রেরা।


শুরুটা ভাল না হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক ভারতীয় শিবির। ছোটদের বিশ্বকাপে গত বারের ফাইনালিস্টরা হালকা ভাবে নিচ্ছে না ২০২০ সালের চ্যাম্পিয়নদের। ক্রিকেটে বাংলাদেশের এক মাত্র ট্রফি জয় অনূর্ধ্ব–১৯ দলের হাত ধরেই। ছোটদের ক্রিকেটে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। ফারিদ হাসান, জাওয়াদ আবরার, কামাল সিদ্দিকি, শেখ পারভেজ জীবনের মতো প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে দলে। তাছাড়া, বিশ্বকাপে বাংলাদেশ শনিবার প্রথম খেলবে। তরতাজা হয়ে নামবে তামিমের দল।