আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা করেছে জঙ্গিরা। সেই হামলায় মৃত কমপক্ষে ২৬ পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন জন।
ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা চলছে সর্বত্র। সমাজের সর্বস্তর থেকেই ভেসে আসছে নিন্দা। ক্রিকেট মহলও সরব। টিম ইন্ডিয়ার বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা এই হামলার তীব্র নিন্দা করেছেন।
আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। খেলার বল গড়ানোর আগে দুই দলের ক্রিকেটাররা প্রয়াত পর্যটকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সমবেদনা জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারকে।
ম্যাচের আগে হায়দরাবাদ ও মুম্বই দলের ক্রিকেটাররা নীরবতা পালন করলেন এক মিনিট। পিছনের ব্ল্যাক স্ক্রিনে ফুটে উঠল , লেটস অল স্ট্যান্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটি। আসুন সবাই শান্তি এবং মানবতার পক্ষে দাঁড়াই।
ম্যাচে নেই কোনও চিয়ারলিডার। ফাটবে না আতসবাজি। দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। অনফিল্ড আম্পায়াররাও তাই।
শোকের পরিবেশে খেলা হচ্ছে আইপিএলের। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
