আজকাল ওয়েবডেস্ক: সমর্থকদের জন্য সুখবর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর আপাতত নেই। ফলে বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে কিং কোহলিকে। তবে তিনি স্বীকার করেছেন, আগামী চার বছর পর যখন ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে, তখন হয়তো তিনি দলে থাকবেন না। কিন্তু ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে পারে ক্রিকেট। সেখানে খেলতে দেখা যাবে ভারতকে। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে যেখানে কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেখানে কি তাঁকে খেলতে দেখা যাবে না?
আইপিএলের আগে শনিবার বেঙ্গালুরুতে আরসিবি ইনোভেশন ল্যাবের লিডারশিপ সামিটে বক্তব্য রাখার সময় কোহলি মজার ছলে জানালেন, ‘অবসর নিলেও হয়তো একটা ম্যাচ খেলে ফেলতে পারি, যদি আমরা ২০২৮ অলিম্পিকে সোনার পদকের ম্যাচ খেলি! অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত গর্বের’। বর্তমানে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের অন্যতম সফল ব্যাটার। তাঁর এই মন্তব্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার প্রসঙ্গে। যদিও কোহলি স্পষ্টভাবে অবসরের কোনও ইঙ্গিতই দেননি। তবে ভবিষ্যতে তাঁকে যে আর খুব বেশি আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না, সেটা বেশ বোঝাই যাচ্ছে।
