আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে এক বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। সম্প্রতি ‘বিগ বস ১৩’ তে অংশগ্রহণ করে নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন শেফালি। তাঁর আকস্মিক মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শোকবার্তা।
এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে তাঁর একটি পুরনো নাচের ভিডিও। সেখানে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র জন্মদিনের পার্টিতে নাচছেন শেফালি, তাঁর স্বামী পরাগ ত্যাগী এবং আরও কয়েকজন বন্ধু। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ নভেম্বর পৃথ্বীর ২৫তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানেই নিমন্ত্রিত ছিলেন শেফালি। প্রসঙ্গত, বর্তমানে কেরিয়ারে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পৃথ্বী শ। জাতীয় দলে সুযোগ পাননি, রঞ্জি ট্রফির স্কোয়াড থেকেও বাদ পড়েছেন।
My Man Prithvi Shaw having time which Sachin , Lara , and Sehwag could just dream off ????????
— Intent Merchant (@Nervous__90s)
.#PrithviShaw pic.twitter.com/Zc1tfsDKf1Tweet by @Nervous__90s
সম্প্রতি আইপিএলের নিলামেও অবিক্রিত থেকে যাওয়া তাঁর কেরিয়ারে বড় ধাক্কা। অন্যদিকে, শেফালি সম্প্রতি ‘বিগ বস ১৩’-এর অন্য আর এক প্রতিযোগী পারাস ছাবরার একটি পডকাস্টে অংশগ্রহণ করেছিলেন। তাও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছিল। গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘শেফালির জন্য সকলে প্রার্থনা করুন’। স্ত্রীর শেষকৃত্যের পর তিনি ভেঙে পড়েন বলেও জানা গিয়েছে।
