আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
 
  ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। আর সেই ম্যাচের প্রচারের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হতেই জনমানসে প্রবল আলোড়ন তৈরি হয়। তোপের মুখে দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। নজফগড়ের নবাবের প্রকাশ্যে সমালোচনা শুরু হয়ে যায়।  
এশিয়া কাপ যে চ্যানেলে দেখানো হবে, সেই চ্যানেলের তরফ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। কিন্তু ভক্তরা মনে করছেন এটা একেবারেই সেরা সময় নয়। দেশের প্রাক্তন ওপেনার আগে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সেই বীরুকেই এবার দেখা যাচ্ছে প্রোমোতে।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে নজর কাড়ছেন সঞ্জু, এবার এক বলে নিলেন ১৩ রান, শুনতে অবাক লাগলেও একদম সত্যি
১৪ তারিখের ভারত-পাক ম্যাচ নিয়ে উৎসাহ-উদ্দীপনার পারদ তৈরি করার জন্যই এমন এক প্রোমো প্রকাশিত হয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক মারা গিয়েছেন। তার পরে অনেকেই মনে করছেন এই পটভূমিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলাটাই উচিত নয়। যদিও ভারত সরকার জানিয়ে দিয়েছে তারা এশিয়া কাপের ম্যাচ নিয়ে কোনও বাধা দেবে না। বিজ্ঞাপনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্লিপ ব্যবহার করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে লেখা হয়েছে, ১৪০ কোটি মানুষের হৃদয় একসঙ্গে আলোড়িত হবে টিম ইন্ডিয়ার জন্য।
140 crore dhadkanein ek saath dhadkegi apni #TeamIndia ke liye! ???????????? Kyunki rag rag mein hain rang Bharat ka. ????????????
— Sony Sports Network (@SonySportsNetwk)
Dekhiye Asia Cup September 9 se Sony Sports Network ke TV Channels aur Sony LIV par!#RagRagMeinBharat #TeamIndia #AsiaCup #SonyLIV #SonySportsNetwork pic.twitter.com/SgCFONOm6nTweet by @SonySportsNetwk
এই বিজ্ঞাপনের পরই সোশ্যাল মিডিয়ায় শেহবাগকে আক্রমণ করা শুরু হয়ে গিয়েছে। এক ভক্ত লিখেছেন, বীরেন্দ্র শেহবাগ তোমার দেশাত্মবোধকে এভাবে সামনে আনা হবে, তা ভাবিনি কখনও। মাঠে ও মাঠের বাইরে বীরু আপনি আমার ফেভারিট। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীদের আক্রমণ ভোলার নয়। আমার মনে হয় ভিউয়ারশিপ কমে যাবে তবে এটা ভারতবর্ষ বাস্তবে কিছুই হবে না।
এদিকে নজফগড়ের নবাব এশিয়া কাপের বল গড়ানোর আগে ভারতকেই ফেভারিট ধরেছেন। ভারত মাঠে নামার আগেই বীরেন্দ্র শেহবাগের মতো প্রাক্তন ওপেনার বলে দিলেন, এশিয়া কাপের সব থেকে ভাল দল ভারতই। সোনি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বীরু বলেন, ''আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা সদ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমি নিশ্চিত এশিয়া কাপে আমরাই সেরা দল। আশা করি এশিয়া কাপও জিতব।''
রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বজয়ের অব্যবহিত পরেই হিটম্যান জানিয়ে দেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না।ফলে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব এখন সূর্যর হাতে। তাঁর অধিনায়কত্বে ভারত ২২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ১৭টিতে। হেরেছে চারটি ম্যাচ। টাই হয়েছে একটি।
শেহবাগ বলছেন, ''তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারতীয় দল বেশ শক্তিশালী। তার উপরে রয়েছে সূর্যকুমারের নির্ভীক নেতৃত্ব। এশিয়া কাপ ভারত কিন্তু জিততেই পারে। সূর্য আক্রমণাত্মক নেতৃত্ব করে। ওর মানসিকতা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই।''
১৪ সেপ্টেম্বরের ম্যাচ নিয়ে পারদ চড়ানোর জন্য যে ভিডিও প্রকাশ করা হল, তা নিয়েই শুরু হয়ে গেল সমালোচনা। তোপের মুখে শেহবাগ।
