আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ তারিখ থেকে।
সেই সিরিজে ভারতের স্কোয়াডে থাকবেন না দেশের উইকেট কিপার-ব্যাটার ধ্রুব জুড়েল ও ঋযভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারত ২-১-এ জিতেছে লোকেশ রাহুলের নেতৃত্বে।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর নির্বাচন কমিটি ঈশান কিশানকে রিজার্ভ উইকেট কিপার হিসেবে দলে নিতে পারে।
ওয়ানডে ফরম্যাটে উইকেটের পিছনে থাকেন লোকেশ রাহুল। রিজার্ভ উইকেট কিপার হিসেবে থাকবেন ঈশান কিশান। দেওয়াললিখন স্পষ্ট।
বিজয় হাজারে ট্রফিতে ঈশান কিশানের সাম্প্রতিক পারফরম্যান্স এবং কমিটির বিশ্বাস তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। জাতীয় দল থেকে তিনি দু'বছর বাইরে ছিলেন।
বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে মিডল অর্ডারে ব্যাট করেছেন ঈশান কিশান। ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।
তবে পন্থকে দলে না নেওয়া প্রসঙ্গে বিরুদ্ধ মতও রয়েছে। কেউ কেউ মনে করেছেন পন্থের মতো তারকা ক্রিকেটারকে সুযোগ না দিয়ে দল থেকে ছেঁটে ফেলার কোনও অর্থ নেই।
পন্থ যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন। কিন্তু তাঁর শট নির্বাচন নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দেন পন্থ। চারটি ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেন তিনি।
চোট সারিয়ে দলে ফিরতে পারেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে নামতে পারেননি তিনি। ওয়ানডের নেতৃত্বের আর্মব্যান্ড আবার উঠতে চলেছে গিলের হাতে। রিজার্ভ ব্যাটার ধ্রুব জুড়েলকে হয়তো বাইরে রাখা হবে।
